১ অক্টোবর থেকে সৌদিতে বাণিজ্যিক ফ্লাইট চালাবে বিমান

Home Page » অর্থ ও বানিজ্য » ১ অক্টোবর থেকে সৌদিতে বাণিজ্যিক ফ্লাইট চালাবে বিমান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০



ফাইল ছবি

বঙ্গনিউজঃ সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য জাতীয় পতাকবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে সে দেশের সিভিল এভিয়েশন। আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবের তিনটি শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য তারা অনুমোদন দেয়।

সোমবার রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন।

বিমান কর্মকর্তারা বলেন, গতকাল ‘সৌদি আরবের দেওয়া অনুমোদনে আগামী ১ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে। তবে আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের বিনীত অনুরোধ করা যাচ্ছে।’

বিমান ও সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, এর আগে গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান তাদের ফ্লাইট পরিচালনার জন্য উদ্যোগ নেয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন ফ্লাইট শুরু করতে পারেনি বিমান বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ১০:০৪:৩১   ৬০৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ