ক্ষমা করো আয়লান-মোজাফ্ফার বাবু

Home Page » সাহিত্য » ক্ষমা করো আয়লান-মোজাফ্ফার বাবু
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০



 আয়লান কুর্দি

ক্ষমা করো আয়লান

মোঃ মোজাফ্ফার বাবু

আয়লান তোমার মৃত্যু
আমাকে যন্ত্রণা দেয়
ক্ষত বিক্ষত করে দেহ ।

দোলবে তুমি মায়ের কোলে
কত কথা কত বায়না
মায়ের আঁচলে করবে লুটোপুটি।

একাকী আছ
ইজিয়ান সাগর সৈকতে প্রাণহীন দেহ।

মুনাফাখোররা বৈভবের চূড়ায় তামাশা করে
কে আয়লান আবাল বণিতা
তার মানদণ্ড নয় ,
পরধন পরসম্পদে আগ্রাসিরা আত্মহারা হয়।

সাগর সৈকতে আয়লানরা মুখ থুবড়ে
তবু ওদের ঘুম ভাঙেনা
ওরা সমাজের ঘাতক ব্যাধি
মুনাফাখোর।

আয়লান তোমার মৃত্যু
আমাকে যন্ত্রণা দেয়
ক্ষত বিক্ষত করে দেহ।

আগ্রাসিরা আয়লানের কেড়ে নিয়েছে
আলো,হাওয়া,মায়ের আঁচল।
নিভে গেছে
কোবাল শহরের বাতি।

হঠাৎ বাঁজবে বাঁশি
আয়লানরা শহরে নগরে
জ্বলে উঠবে বারুদের মতো।

মুনাফাভোগী সাম্রাজ্যবাদ
চপেটাঘাত করবে সবল দলে।
আয়লান তোমার মৃত্যু
আমাকে যন্ত্রণা দেয়
ক্ষত বিক্ষত করে দেহ ।।

বাংলাদেশ সময়: ১৮:০২:৫৬   ৫১৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ