বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবীতে আগামীকাল থেকে আন্দোলনে যাচ্ছে শিক্ষার্থীরা

Home Page » আজকের সকল পত্রিকা » বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবীতে আগামীকাল থেকে আন্দোলনে যাচ্ছে শিক্ষার্থীরা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০



 ---

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এই আন্দোলনের ঘোষনা দিয়েছে “সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা চাই” নামক একটি ফেসবুক গ্রুপ। ইতোমধ্যে গ্রুপটির সদস্যসংখ্যা একুশ হাজার ছাড়িয়েছে। শিক্ষার্থীরা মনে করেন, বাংলাদেশের পরিস্থিতিতে সব কিছু খোলা রেখে শুধু বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা একপ্রকার বোকামি। কিন্ত যেহেতু প্রাথমিক ও মাধ্যমিক এর শিক্ষাথীরা অপ্রাপ্ত বয়স্ক সেহেতু তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক বিধায় তাদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করা সম্ভব হবে। সেই আন্দোলনের প্রাথমিক ধাপ হিসাবে আগামীকাল ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে এই মানববন্ধনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

---

শিক্ষার্থীরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাপ্ত বয়স্ক, তারা সচেতন হয়ে ক্লাস পরীক্ষা দিতে পারবে। বিশ্ববিদ্যালয় খোলার দাবিতেই মূলত এই মানববন্ধনের আয়োজন। শিক্ষার্থীদের বক্তব্য, দেশের সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। শুধু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিক এটা আমরা চাই না। বিকল্প কোনও ব্যবস্থা গ্রহণ করে হলেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ৫ মাস ঘরে বসে থাকা অসম্ভব ব্যাপার। ইতোমধ্যে ১ বছরের সেশনজট হয়ে গেল। তার ওপর অনিশ্চিত এক ভবিষ্যৎ গ্রাস করছে শিক্ষার্থীদের। আন্দোলনের নেতিত্ব দেওয়া শিক্ষার্থীরা আগামীকাল সকল শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ করে আন্দোলনটি সফল করার জন্য আহবান জানিয়েছেন।

---

বাংলাদেশ সময়: ১২:৪১:০১   ৮১৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ