সমুদ্রে নোনাজলে - মোজাফ্ফার বাবু

Home Page » সাহিত্য » সমুদ্রে নোনাজলে - মোজাফ্ফার বাবু
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০



 কবি মোজাফ্ফার বাবু

জীবনের নাট্যশালায় বাবর আলীর দিন
সমুদ্রের নোনা জলতলে ঠেকেছে,
ঝাক্কি-ঝামেলায় বিদীর্ণ হয়েছে
বর্ণালী স্বপ্নগুলো।
জোড়াতালিতে পথ জুড়ে জুড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে
তার বিমূর্ত ভাবনা,
পাংশুটে হয়ে যায় নান্দনিক ভালোবাসা।
জীর্ণ কুটিরে আইবুড়ো মেয়ে
বিনা নোটিশে মহাকালের যাত্রী হয়ে দায়মুক্ত করে যায় সহধর্মিনী;
বাবর আলী এখন দিকভ্রান্ত নাবিক।
হতাশার এক রাতে বসে বসে দেখে
তালুক-মহাজনদের কারবার-
পটকা বাজি আর সানাই সুর আঁধারকে আরও বেশি অন্ধকার মনে হয়
হেডলাইট জ্বালিয়ে চলা সারি সারি গাড়ির বহর
মনে হয় রাক্ষুসে জোনাক পোকা।
ঢাক ঢোল, লাল নীল মরিচবাতি, কোতয়াল
তথাকথিত সুশীল সমাজ, গণ্যমান্য অতিথিবৃন্দকে
তার মনে হয় অন্য কোন জীব!
রাতভর চলে ‍উদোম নৃত্য।
অনুভব করে বাবর আলী-
তুষারের মত জমাট কষ্টরা বিষাদের অনলে
পুড়িয়ে-জ্বালিয়ে দেয়, আর তাতেই-
নীরবে মৃত্যু আসে বারবার।
রঙতুলি বিহীন জোড়াতালির বাবর আলীর
জীবনপোস্টার
নিঃসঙ্গ হয়ে পড়ে থাকে।

বাংলাদেশ সময়: ৬:০৩:৫৩   ৭৬৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ