আগামী কাল জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’র মঞ্চায়ন

Home Page » বিনোদন » আগামী কাল জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’র মঞ্চায়ন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০



“রাজার চিঠিতে”-শাহানা জাহান সিদ্দীকা     স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:  মাহফুজা হিলালীর রচনা আর দেবাশীষ ঘোষের নির্দেশনায় “রাজার চিঠির” মঞ্চায়ন অনুষ্ঠিত হতে চলছে ১১ সেপ্টেম্বর ২০২০। নাটকটি সাভার জাগরণী থিয়েটারের ৩৩ তম সফল প্রযোজনা।  সাংস্কৃতিক অঙ্গনের করোনা কালীন স্থবিরতা কেটে গিয়ে পর্দা উঠতে যাচ্ছে মঞ্চের। মঞ্চ-শিল্পীগণ যেমন হতাশা ও অনিশ্চয়তায় ছিলেন, ঠিক তেমনি নিরানন্দ মূখর ছিলেন দর্শক। এই অঙ্গনের উপর থেকে নিষেধাজ্ঞা অপসারিত হওয়ায় মঞ্চ আবার আলোকময় হতে চলেছে। দর্শক নন্দিত বিভিন্ন নাটকের রিহার্সেল ও বন্ধ থাকা স্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।  ‘স্বাস্থ্যবিধি মেনে মঞ্চ নাটক’ স্লোগানে আবারো জমে ওঠেছে নাট্যাঙ্গন, জমে উঠেছে মঞ্চ। করোনার ভয়কে পেছনে ফেলে জেগে ওঠার চেষ্টা করছেন থিয়েটার কর্মীগণ। সবকিছুই যেখানে খুলে দেয়া হয়েছে, চলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, হাট- বাজার, শপিং মল, মেগাশপ, হোটেল-রেস্টুরেন্ট। চলছে গণপরিবহন, লঞ্চ, ট্রেন, বিমান। এ অবস্থায় বসে থাকতে চায়না মঞ্চ কর্মীরা।

সকল সীমাবদ্ধতার জাল ছিন্ন করে নাটক মঞ্চায়নের মাধ্যমে মঞ্চের সাথে অস্তিত্বের জানান দিচেছ জাগরণী থিয়েটার। আগামী ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (মহিলা সমিতি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের ১৫তম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকের ৩৩তম মঞ্চায়ন।

“রাজার চিঠিতে”-স্মরণ সাহা ও মুন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শাহজাদপুরের কাহিনী নিয়ে নাটকটি রচনা করেন মাহফুজা হিলালী আর নির্দেশনা প্রদান করেন দেবাশীষ ঘোষ। নাটকটির মূল চরিত্র হরিদাস বসাক এর ভূমিকায় অভিনয় করবেন স্মরণ সাহা। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শাহানা জাহান সিদ্দিকা, মো: বাহারুল ইসলাম, জুলিয়েট সুপ্রিয়া সরকার, ইয়াসিন শামিম, সজিব ঘোষ, মো: রফিকুল ইসলাম, রিপা হালদার, পল্লব সরকার, মো: আকাশ মিয়া, সুুমী আক্তার মীম, শ্রাবণ সূএধর, সাবেকুন নাহার মুন এবং মো: ইমন হোসেন। নাটকটির কোরিওগ্রাফি অনিকেত পাল বাবু, সংগীতে রামিজ রাজু, আলোক নিয়ন্ত্রণ ঠান্ডু রায়হান, পোষাক ডিজাইন এনাম তারা সাকী, পোস্টার ও সুভ্যেনীর ডিজাইন শোয়েব হাসনাত মিতুল এবং আলোক সরবরাহে আব্দুল মালেক মিয়া।

বাংলাদেশ সময়: ৮:৫৪:১১   ১০৪৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ