মেসিকে ঘিরে জল্পনার অবসান; বার্সাতেই থাকছেন আরো এক মৌসুম।

Home Page » খেলা » মেসিকে ঘিরে জল্পনার অবসান; বার্সাতেই থাকছেন আরো এক মৌসুম।
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০



ন্যু-ক্যাম্পেই থাকছেন মেসি

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ সমস্যা মেটাতে বার্সেলোনাতে হাজির হয়েছিলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। আর্জেন্টিনা থেকে প্রাইভেট জেটে তিনি এসেছিলেন ছেলের দলবদলের সমস্যা মেটাতে। বার্সা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আগেই বিমানবন্দরে সাফ বলেছিলেন, ‘বার্সেলোনাতে মেসির থাকার সম্ভাবনা অত্যন্ত কম। মেসি নিজেই থাকতে রাজি নয়।’ কিন্তু বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, সম্ভবত আর এক মৌসুম বার্সায় কাটিয়ে দিতে পারেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা মেসি।

তবে, তিনি আরও জানিয়েছেন, ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আছে বলেই আর একটা মৌসুম সেখানে থেকে যেতে পারেন মেসি। কিন্তু তারপর আর নয়। যদিও বার্সায় মেসি আরও এক মৌসুম থেকে গেলে তা হবে ক্লাবের প্রেসিডেন্টের কারণেই। কারণ মেসির বাবাকে বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, তাঁরা কিছুতেই মেসিকে অন্য ক্লাবে যেতে দেবেন না। আর এলএম 10-কে যদি যেতেই হয়, তাহলে যে ক্লাব তাঁকে নেবে তাঁদের ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই মেসিকে নিতে হবে। বিনা ট্রান্সফার ফি ছাড়া তাঁকে যেতে দেওয়া হবে না।

চিরচেনা এই উদযাপন দেখা যাবে আরও এক বছর

কিন্তু মেসির বাবার কথাতেই স্পষ্ট কোন ভাবেই আর বার্সেলোনায় থাকতে চান না তাঁর ছেলে। আদালতের বদলে শুধু আলোচনার টেবিলে সারতে চান বিদায়ের আনুষ্ঠানিকতা। আর বিদায়ের পর সম্ভাব্য গন্তব্য ম্যান-সিটি। কিন্তু চাইলেই তো হবে না। ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ যে আছে চুক্তিতে। সেই চুক্তি মেনে কি তাঁকে নিয়ে যেতে পারবে সিটি? এখনও স্পষ্ট নয়। ট্রান্সফার নিয়ে জটিলতা মারাত্মক। ৭০০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি নিয়ে জটিলতা না মিটলে মামলা-মকদ্দমায় যেতে পারে বিযয়টি। মেসির বাবাই যেহেতু ছেলের সরকারি এজেন্ট, তাই তাঁকেই সামলাতে হবে গোটা ব্যাপারটা।

অপরদিকে, বার্সেলোনার সমর্থকরা ক্লাবের উপর দারুণ ক্ষিপ্ত। কারণ মেসির ছবি দেওয়া জার্সি এখনও বিক্রি হচ্ছে ক্লাবের সু্ভেনির শপে। মেসি যেখানে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, ক্লাবে আর থাকবেন না, তারপরেও ক্লাব কী ভাবে মেসির জার্সি এখনও বিক্রি করে যাচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সমর্থকরা। কিছু জার্সিতে লুই সুয়ারেস, রাকিতিচেরও ছবি রয়েছে। সেবিয়াতে ফিরে গিয়েছেন রাকিতিচ। সুয়ারেসের সঙ্গে জুভেন্তাসের কথাবার্তা প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে সুয়ারেস ও রাকিতিচকে বার্সেলোনা রাখতে চায়নি। সেই তাঁদের ছবি দেওয়া জার্সিও কী ভাবে বিক্রি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

বাংলাদেশ সময়: ০:০২:৪৮   ৬৫৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ