পাঈশ্বরী (Goddess of Pi) - ওসমান রহমান

Home Page » সাহিত্য » পাঈশ্বরী (Goddess of Pi) - ওসমান রহমান
সোমবার, ৩১ আগস্ট ২০২০



ওসমান রহমান
একদিন আমি পাই এর মান,
তোমার জন্য
তুমি কিন্তু দেখে নিও,
ঠিক কেমন করে সঠিক সংখ্যায়
মিলিয়ে তোমায় ভেঙ্গে দিব মান অভিমান…
রাগ কর না!
জমা খরচ হিসাব তেমন করতে পারি না।
তাই বলে,
শুন্য হতে একের ঘরে যেতে হলে
রাতদুপুরে সংখ্যাবিহীন অন্ধকারে
একেবারেই হাতড়াব না!
ভগ্নাংশের স্থানাঙ্ক এক এক করে
যতই দূরে যেতে হোক না,
তোমার জন্য খোঁজে নেব।
দেখে নিও!
তিনের পর কয় দশমিক চাও?
৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩২৩৮…
যদি পার, নীরব স্বরে বলে দিও!
পাঈশ্বরী শোন!
সঠিক হিসাব হয়ত আমি করতে পারিনা,
কিন্তু পাই এর দেনা?
একেবারে কড়ায় গণ্ডায় শুধিয়ে দিব।
তুমি দেখে নিও,
পাই-পুজারী আমি পাই-খেলাপি না।

পাই
(পাই একটি ধ্রুব সংখ্যা। হাজার বছর ধরে সংখ্যাবিদরা বৃত্তের পরিধি নির্ণয় করতে গিয়ে দেখেছে যে এর মান বৃত্তের ব্যাসের তিন গুনের চেয়ে সামান্য বেশী। দশমিকের পর এক, চার, এক, পাঁচ … দিয়ে যে অপুনরাবৃত্ত ভগ্নাংশ তৈরি হয় তার সঠিক মান এখনও অনির্ণীত।)

বাংলাদেশ সময়: ১৮:৩২:০৬   ৫৭৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ