ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল জব্দ, ৪ জনকে কারাদন্ড ও জরিমানা

Home Page » সারাদেশ » ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল জব্দ, ৪ জনকে কারাদন্ড ও জরিমানা
সোমবার, ৩১ আগস্ট ২০২০



ভ্রাম্যমান আদালতে আটককৃতরা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, তিন জনকে কারাদন্ড ও একজনকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন- পৌরসভার কৈডুবি সদরদী এলাকার সরোয়ার মোড়লের ছেলে বাচ্চু মোড়ল (৩১), গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার পাচু খলিফার ছেলে আক্কাস খলিফা (৫৫) ও তার ছেলে রাকিব খলিফা (২৪)। তাদেরকে সাত দিন, ১৫ দিন ও এক মাসের কারাদন্ড দেয়া হয়। এছাড়াও উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট মুচকুরনী গ্রামের রাসেল মিয়াকে (৩২) পাঁচশ টাকা জরিমানা করা হয়।
সরেজমিনে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তীকে সাথে নিয়ে ভাঙ্গা পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৫ অনুচ্ছেদের ২(খ) ধারা অনুযায়ী একজনকে জরিমানা করা হয়। দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারা অনুযায়ী তিনজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আল আমিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মৎস্য রক্ষা ও সংরক্ষণ করার জন্য নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের দায়ে তিন জনকে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে। কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:২৮   ৭৫৭ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ