‘ম্যান-সিটিতেই যাচ্ছেন মেসি’-আভাস দিলেন মেসির বাবা।

Home Page » খেলা » ‘ম্যান-সিটিতেই যাচ্ছেন মেসি’-আভাস দিলেন মেসির বাবা।
শনিবার, ২৯ আগস্ট ২০২০



জায়ান্ট ক্লাবগুলোর টার্গেট মেসি

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি; অন্যান্য ক্লাবের চেয়ে এ তিনটি ক্লাব এগিয়ে ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে। কিন্তু মেসির ইচ্ছা তিনি যাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যান সিটিতেই।

গত মঙ্গলবার এক বুরোফ্যাক্স বার্তার মাধ্যমে বার্সেলোনাকে নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মেসি। নতুন মৌসুমে অন্য কোনো ক্লাবে খেলার ইচ্ছাই তার। আর তিনি বেছে নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটিকে, এমনটাই জানিয়েছেন তার বাবা জর্জ মেসি।

লিওনেল মেসিকে দলে নেয়ার ব্যাপারে আলোচনা করতে ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো যোগাযোগ করেছিলেন জর্জ মেসির সঙ্গে। যা কি না সফল হয়নি।

ফ্রান্সের অন্যতম সংবাদমাধ্যম লা ইকুইপের প্রতিবেদন মোতাবেক আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বাবা লিওনার্দোকে জানিয়ে দিয়েছেন যে, এরই মধ্যে ম্যান সিটিকে বেছে নিয়েছেন মেসি। যেখানে তিনি পুনরায় পাবেন প্রাক্তন গুরু পেপ গার্দিওলার শিষ্য।

ম্যান-সিটির জার্সিতেই মেসিকে কল্পনা ভক্তদের

অথচ মেসিকে পাওয়ার জন্য দলের বড় তারকা নেইমার জুনিয়রকেও ব্যবহার করেছিল পিএসজি। দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে মেসিকে বুঝিয়ে পিএসজিতে নেয়ার জন্য ফোনও করেছিলেন নেইমার। পরে তিনি পিএসজিকেও বলেছিলেন প্রস্তাব প্রস্তুত করতে। কিন্তু এর ফল হয়তো পেলো না পিএসজি।

সম্প্রতি ম্যান-সিটি তারকা ক্যুন আগুয়েরো তার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে জার্সি নম্বর ‘১০’ মুছে ফেলেছে। এতে করে মেসির ম্যান-সিটির ফ্লাইটে উঠার গুঞ্জন নতুন মাত্রা পেয়েছ। বন্ধু মেসির জন্যই কি ১০ নম্বর জার্সিটা তুলে রাখা!! উত্তরের অপেক্ষায় কোটি ভক্ত।

জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে কোনটিকে বেছে নিবেন মেসি? নাকি সাবেক গুরু পেপ গার্দিওলার হাত ধরেই নিজেকে আবিষ্কার করবেন নতুন করে?  এখন সময়ই দিবে সব প্রশ্নের উত্তর।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৫৮   ৭৬৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ