রাষ্ট্রপতির মৃত্যুতে হরতাল স্থগিত করেছে বিএনপি

Home Page » প্রথমপাতা » রাষ্ট্রপতির মৃত্যুতে হরতাল স্থগিত করেছে বিএনপি
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৩



bnp.jpgরাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে ঢাকা জেলা বিএনপি তাদের বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি স্থগিত করেছে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ঢাকা মহানগর বাদে পাঁচটি উপজেলায় এই হরতাল হওয়ার কথা ছিল।

বুধবার বিকালে রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানার পর এই হরতাল স্থগিত করা হয়।

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান  বলেন, দেশের রাষ্ট্রপতি মারা গেছেন। তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

“তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি আপতত স্থগিত করছি।”

পরে নতুনকরে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নান।

ঢাকা জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ গত ১১ মার্চ দলীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবিতে এই হরতালের ডাকা হয়।

এদিকে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে বুধবার কেরানীগঞ্জে মিছিলে সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পল।

তিনি বলেন, সন্ধ্যায় জিঞ্জিরার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়েছিল। মনু ব্যাপারীর ঢালে পথসভার সময় ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়।

হামলায় ১০ জন আহত হন বলে ছাত্রদল নেতা জানান।

তবে কেরানীগঞ্জ থানার ওসি মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই সময়ে ছাত্রলীগ-যুবলীগ এবং ছাত্রদলের মিছিল হয়। তবে কোনো গোলযোগ হয়নি।

বাংলাদেশ সময়: ৮:৫৮:৫০   ৫০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ