-:বিভীষণ:- শ্যামল সরকার

Home Page » বিনোদন » -:বিভীষণ:- শ্যামল সরকার
সোমবার, ২৪ আগস্ট ২০২০



 ফাইল ছবি-একুশে আগস্টের হামলা

(একুশের গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে)
বারো মাসে এক বছর,
আগস্ট একটি নাম;
আগস্ট এলেই শোকাতুর,
হয় এ ধরাধাম।
ইচ্ছে হয় ব্যথিত পাতাটি,
ছিঁড়ে ফেলি এক্কেবারে;
কলঙ্কের এ বোঝা যেনো,
না টানতে হয় বারে বারে।
এক মীর জাফর পরাধীন
করে, দুই শত বছর ধরে;
আরেক মীর জাফর অধীন
করে, চব্বিশ বছরের তরে।
এক মীর জাফর স্তব্ধ করে,
বাঙালির বজ্রকন্ঠ;
আরেক মীর জাফর মেতে উঠে,
নির্বংশ করার ষড়যন্ত্র।
মীর জাফরের প্রেতাত্মারা,
ধরেছে বহুরূপ;
মাথায় পতাকা, হাতে পতাকা
ভেকধারী ওহীরূপ।
খোলস বদলায় ভোল পাল্টায়,
থেকে যায় যে ক্ষমতায়;
বংশ প্রদীপ নিশ্চিহ্ন করবে,
আছে সু্যোগের আশায়।
জানোয়ারের দাঁতাল হাসির ফণা,
ছুড়ছে গ্রেনেড কত;
ভাগ্য সহায়, প্রভু সদয়, নইলে যে
বাঙালি আবার কাঁদত।
হে মহীয়সী মুজিব কন্যা, এখনো কি
বুঝতে পারনি ওদের ছল?
বোকা বানায় দেশটা চেটেপুটে খায়,
বাদ যায় না নর্দমার জল।
মুজিব কোট পড়ে মুজিব বন্দনা,
মুখে তুলে যত ফেনা;
সৃষ্টি হয় কত শত পাপিয়া শাহেদ,
সম্রাট আর হায়েনা।
তোমার আশপাশ ভরা চাটুকার,
আর ভন্ড মুজিব ভক্ত;
সব অর্জন চেটেপুটে করিবে শেষ,
যদি না হও শক্ত।
কপট হাসিতে ফন্দি আঁটে,
তোমার অর্জন করিছে ম্লান;
দেশ বিদেশে নাক কাটে,
চেতনা থাকে না অম্লান।
শক্ত হাতে ধরো রশি, ওদের গলায়
লাগাও ফাঁস;
বীর বাঙালি সাথে রবে, ভয় পেয়ো না,
যতকাল থাকে শ্বাস।
একুশের হামলায় শহীদ আত্মা,
থাকুক শান্তিতে চিরতরে;
প্রার্থনা একটাই, এ কলঙ্কিত দিন,
যেনো না আসে বারেবারে।
যাঁরা জীবনকে অতিক্রম করে,
পেয়েছে দুঃখদহন;
তাঁরাই মুজিব ভক্ত, অকাতরে
চুমিছে মৃত্যুগহন।

শ্যামল সরকার

বাংলাদেশ সময়: ১১:২৪:৩০   ৫৫২ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ