হঠাৎ করেই দায়িত্ব ছাড়লেন জাতীয় দলের ব্যাটিং কোচ!!

Home Page » ক্রিকেট » হঠাৎ করেই দায়িত্ব ছাড়লেন জাতীয় দলের ব্যাটিং কোচ!!
শুক্রবার, ২১ আগস্ট ২০২০



বিদায়ী কোচ নিল ম্যাকেঞ্জি

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। গতকাল বিসিবিকে চিঠি দিয়ে পদত্যাগ করেছেন তিনি। আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাকেঞ্জি নিজেই।

আজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো, আমাকে লম্বা সময় ধরে পরিবারের বাইরে থাকতে হচ্ছিল। করোনা পরিস্থিতির কারণে খেলার সূচি বদলাচ্ছে। সামনে ব্যস্ত সূচি, সব সংস্করণে দলের সঙ্গে থাকতে হলে অনেকটা সময় বাইরে থাকতে হবে। সব মিলিয়ে এটা আমার জন্য কঠিন। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে। দারুণ সব ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান মনে করছি নিজেকে।’

২০১৮ সালের জুলাই মাসে ম্যাকেঞ্জি সাদা বলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। দ্রুতই বাংলাদেশ দলের ব্যাটিংয়ে বড় পরিবর্তন এনে দেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ২০১৯ বিশ্বকাপের পর এক বছরের জন্য ম্যাকেঞ্জির চুক্তি বাড়ানো হয়।
চুক্তি অনুযায়ী শুধু ম্যাকেঞ্জি সাদা বলের দায়িত্বে থাকলেও গত বছর ডিসেম্বরে ভারত সফরে টেস্ট দলের সঙ্গেও কাজ করেছিলেন।

এরপর পাকিস্তান সফরে যাননি নিরাপত্তার কারণে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজ ছিল ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জির শেষ সিরিজ। তবে করোনার কারণে খেলা বন্ধ থাকার সময়টাতে ক্রিকেটারদের সঙ্গে বেশ কয়েকবার অনলাইনে পরামর্শ সেশন করেছেন ম্যাকেঞ্জি।

তবে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে চাচ্ছিলেন না। বিসিবি টেস্ট দলের জন্য আলাদা ব্যাটিং পরামর্শক খুঁজছিল সে জন্যই। আজ বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, ‘তিনি শ্রীলঙ্কায় যেতে না চেয়ে আমাদের মেইল করেছেন। নিজের পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে আমাদের বলেছে, ভবিষ্যতেও কাজ করতে চায় বাংলাদেশে। কিন্তু কারও জন্য তো আমরা বসে থাকতে পারি না। আমাদের বিকল্প খুঁজতে হবে।’

বাংলাদেশ সময়: ২১:৪৩:৩১   ৫৫২ বার পঠিত   #  #  #  #  #




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ