মেদ কমবে যেসব খাবার

Home Page » স্বাস্থ্য ও সেবা » মেদ কমবে যেসব খাবার
শুক্রবার, ২১ আগস্ট ২০২০



 ফাইল ছবি
বঙ্গনিউজঃ ওজন কমানোর কোনও দ্রুততম উপায় নেই। পরিশ্রম তথা শরীরচর্চা আপনাকে করতেই হবে নিয়মিত। পাশাপাশি নজর দিতে হবে খাদ্য তালিকার দিকে। কিছু খাবার মেদ ঝরাতে সাহায্য করবে আপনাকে। জেনে নিন সেগুলো কী কী।

দুধ, পনির ও দই খেলে ওজন কমে, এমনটাই বলা হচ্ছে গবেষণায়। ২০১৬ সালে ১৮ হাজার ৪৩৮ জন মধ্যবয়সী নারীর উপর জরিপ চালিয়ে জানানো হয় এমন তথ্য।
আঁশযুক্ত খাবার ওটমিল রাখতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায়। জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব নিউট্রিসন জানাচ্ছে, সকালে এক বাটি ওট খেলে এটি বাড়তি মেদ ঝরাতে অনেকটাই সহায়তা করবে আপনাকে।
চিনি ছাড়া এক কাপ গ্রিন টি অন্যতম ফ্যাট বার্নিং ফুড হিসেবে বিবেচিত হয়।
ডিম খেতে পারেন রোজ। এতে থাকা প্রোটিন বাড়তি মেদ ঝরাতে সাহায্য করবে আপনাকে।
আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ এর মতে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ বাদাম মেদ ঝরাতে সক্ষম।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস সামুদ্রিক মাছ। তেলযুক্ত সামুদ্রিক মাছ খেতে পারেন নিয়মিত।
বাড়তি ওজন ঝেড়ে ফেলতে ফল রাখতে পারেন খাবার তালিকায়। বিশেষ করে আপেল খান প্রতিদিন একটি করে।
প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খান। এছাড়া সালাদের সঙ্গে মিশিয়েও খেতে পারেন ভিনেগার। ওজন কমবে দ্রুত।
ডায়াটারি ফাইবার সমৃদ্ধ মিষ্টি আলু রাখুন খাদ্য তালিকায়।
পেটের মেদ ঝরাতে খেতে পারেন আদা।
ঠাণ্ডা পানির বদলে কুসুম গরম পানি পান করুন। এটি মেদ ঝরাতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১০:৪৩:০০   ৫৩৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ