জাককানইবি এর দুই দপ্তরে রদবদল

Home Page » শিক্ষাঙ্গন » জাককানইবি এর দুই দপ্তরে রদবদল
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০



ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ১৭ আগষ্ট (সোমবার) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭০ তম সভার সিদ্ধান্তক্রমেআইন ২০০৬ এর ২২(৫) ধারা মোতাবেক সিএসই বিভাগের প্রফেসর ড. মোসাম্মাৎ জান্নাতুল ফেরদৌসকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নিয়োগ আদেশ গত (১৯ আগষ্ট) প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস এর যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
একই সিন্ডিকেট সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ প্রথম সংবিধির ধারা ১৩ উপধারা ১ মোতাবেক আগামী দুই বছরের জন্য হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: রিয়াদ হাসানকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক হিসেবে নিযুক্ত দেওয়া হয়েছে। এই নিয়োগ আদেশ গতকাল (১৯ আগষ্ট) মো: রিয়াদ হাসান এর যোগদানের তারিখ হতে কার্যকর হবে ।
মো: রিয়াদ হাসান ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল রানার স্থলাভিষিক্ত হবেন। যিনি গত দুই বছর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উপরোক্ত দুজনেরই নিয়োগাদেশে উল্লেখ্য তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আগামী দুই বছর সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নবনিযুক্ত ডীন ও সিএসই বিভাগের প্রফেসর ড. মোসাম্মাৎ জান্নাতুল ফেরদৌস বলেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন হিসেবে নিযুক্ত হয়ে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় পরিবার এবং আমার সকল শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি আগামীতে সকলের সহযোগীতা কাম্য করেন।
তিনি খুবই আনন্দিত হয়ে বলেন যে, এই প্রথম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে ডীন নিযুক্ত হলো।
নবনিযুক্ত পরিচালক অর্থ ও হিসাব দপ্তরের মো: রিয়াদ হাসান সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগীতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, সিন্ডিকেট আগামী দুই বছরের জন্য তাদেরকে মনোনীত করেছে। এবং তাদের প্রতি আমার সবসময় দোয়া এবং আশির্বাদ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৫১:৪২   ৬৪৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ