জনমনে বঙ্গবন্ধু -সজল কান্তি সরকার

Home Page » মুক্তমত » জনমনে বঙ্গবন্ধু -সজল কান্তি সরকার
শনিবার, ১৫ আগস্ট ২০২০



---

একটি বিশেষ দিনকে সামনে রেখে টুঙ্গিপাড়া আছি বিধায় “১৫ আগস্ট”-এ এই এলাকার জনমনে জাতির পিতার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসার সংকল্প কেমন তা ( আজ ১৪ আগস্ট ) জানতে গিয়ে শাহজাহান সরদারকে দেখে বিস্মিত হলাম। এই এলাকায় ক’দিন যাবৎ ঘুরছি বেশ কিছু কৌতুহল নিয়ে। প্রতিদিনের মতই আজ সকালেও রোদমেখে ঘর থেকে বের হলেও ভ্যানে উঠা মাত্রই বৃষ্টি শুরু হয়। তবুও সিদ্ধান্ত বাতিল না করে ভ্যানে বসে ভিজতে ভিজতেই পিতার সমাধিস্থলে যাই ১৫ আগস্টের প্রস্তুতি দেখতে। দেখে ও জেনে যা বুঝলাম করোনার জন্য সকল প্রস্তুতিই নিয়মমাফিক হবে। তারপর শেখ রাসেল পৌর শিশু পার্ক, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মধুমতি নদী দেখতে আবার ভ্যানে চেপে বসি। পথেই দেখা হয় শাহজাহান সরদারের সাথে। তিনি জমির কাজ সেরে ভ্যানগাড়ী ঠেলতে ঠেলতে বাড়ি ফিরছেন। আমি তাকে দেখে আবাক হই। ধানের চারা ভর্তি ভ্যানগাড়ী, তার উপর সুন্দর একটি নৌকা, মাস্তুলে জাতীয় পতাকা এবং নৌকায় সারিবদ্ধ করে বসানো দুটি ছবি। একটি জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি ২৫ বছর যাবৎ ছবি দুটি নৌকায় বসিয়ে ভ্যানে করে টুঙ্গিপাড়ায় রাস্তা ধরে ঘুরে বেড়াচ্ছেন কাজের সাথে সাথে। বৃষ্টি এলে তিনি ছবিগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখেন আর রোদে ছাতা। জমিনে কর্মরত অবস্তায় আলের পাশেই ভ্যান রাখেন। এমনকি রোজবন্দি কাজে গেলেও ভ্যান সাথেই থাকে। এ যেন তাঁর নিত্যদিনের চলার প্রেরণা। অনেক দিন আগে কাঁচে বাঁধানো ছবি দুটির কাচ এখন ভেঙ্গে গেছে। তাই আমি ঠিক করে দিতে চাইলে তিনি রাজি হননি। এ যেন তাঁর ভালবাসার প্রতি সামর্থের অহংকার। আমিও নাছোড়বান্দা, শেষপর্যন্ত অনেক কথার পর তাঁকে আমার ভালবাসার আকুতি বুঝাতে পারলে তিনি রাজি হন। তাই ১৫ আগস্টের জন্য ছবি দু’টি নতুন কাঁচে বাঁধাই হয়।

সে যাই হোক, শাজাহান সরদারের এ ভালবাসার পিছনে অনেক হৃদয় পাগল করা কথা আছে। তিনি প্রতি বছরেই ১৫ আগস্ট এলে কাল পতাকা, দলীয় পতাকা ও জাতীয় পতাকা উড়িয়ে ভ্যানগাড়ী নিয়ে সমাধিস্থলে যান। আয়োজনের ভীরে তখন কেউ পাগল, কেউ তামশিক ভেবে হয়তবা সেদিন আর কেউ তার ২৫ বছরের ভালবাসার খবর নেয় না। এমনই হয়। কেননা অনেকেই ত কেবল ১৫ আগস্ট এলেই শোকে নুয়ে পড়ে কাল সাজে। আজন্ম লালন করা প্রেম ভালবাসার খবর ক’জন রাখে? তাঁর প্রতিজ্ঞা ও ইচ্ছা- মৃত্যু পর্যন্ত এ ভ্যান বয়ে চলা। তারপর হবে তাঁর উত্তরাধিকারিদের পালা। শাহজাহান সরদারের বর্তমান বয়স ৫৭ বছর। পিতা- মন্নাফ সরদার, গ্রাম- কুশলী, ডাক- কুশলী, উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। তিনি বিবাহিত। ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জনক। সংসারের দায় তিনি জুগালো হিসেবে কাজ করেই বেশিরভাগ বহন করে থাকেন। তাঁর এ মুজিবচেতনার সংসারে মূল মন্ত্র ও শক্তি হচ্ছে- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৪   ৬১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ