গুনে গুনে আট গোল! মেসির বার্সেলোনাকে লজ্জায় ডুবিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ!!

Home Page » খেলা » গুনে গুনে আট গোল! মেসির বার্সেলোনাকে লজ্জায় ডুবিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ!!
শনিবার, ১৫ আগস্ট ২০২০



Bongo-news

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ভুলে যেতে চাইবে মেসি-সুয়ারেজরা। তবে বার্সা ফ্যানরা কি পারবে সহজে এ লজ্জাকে ভুলতে।

চ্যাম্পিয়নস লিগে দুই সুপার জায়ান্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের লড়াই। ফুটবলপ্রেমীরা ছিলো মুখিয়ে করোনার কারণে এক লেগের এই নকআউটে কে জিতবে তা জানতে। পাওয়ার প্রেস, হাই ইনটেন্সিভ কাউন্টার অ্যাটাক হলো জার্মান জায়ান্ট বায়ার্ন মুনিখের ফুটবল ফিলোসফি। অন্যদিকে পাসিং, পজিশন, অ্যাটাক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফুটবল দর্শনের টোটাল ফুটবল। শক্তি আর সামর্থে দুই দলই সমান। তবে রিসেন্ট ফর্মে বার্সেলোনার চেয়ে এগিয়ে ছিলো বায়ার্ন মিউনিখ।

নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ওঠা বার্সেলোনাকে নিয়ে ছেলেখেলাই করলো চেলসিকে উড়িয়ে আসা বায়ার্ন। এদিন বার্সা বস কিকে সেতিয়েনের কোন পরিকল্পনাই কাজে লাগেনি। দুর্বল ডিফেন্সের কারণে হাইপ্রেসিং ফুটবলের সামনে ধরাশায়ী হয়েছে কাতালান ট্যাকটিস। ঝড় বয়ে গেছে বার্সেলোনার ওপর দিয়ে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাবটা।

Bongo-news

ম্যাচের শুরু থেকেই আগুনে অ্যাটাক বায়ার্নের। ৪ মিনিটেই গোলের খাতা খোলে বাভারিয়ানরা। লেভানদস্কির পাস থেকে বার্সার জাল কাঁপান থমান মুলার। ২৭ মিনিটেই ম্যাচের স্কোর হয়ে যায় ৪-১। বায়ার্ন ডিফেন্ডার ডেভিড আলাবার আত্মঘাতি গোলে ব্যবধান কমে বার্সার। মুলারের হয় জোড়া পূর্ণ, পেরিসিস আর গ্যনাব্রি দেন একটা করে।

ফার্স্ট হাফের মতো পরের হাফেও বার্সাকে আরও এক হালি গোল দিয়েছে বায়ার্ন মিউনিখ। কিমিক আর লেভানদস্কি নাম তুলেছেন স্কোরশিটে। বাকি দুই গোলের সঙ্গে একটা অ্যাসিস্টও করেছেন বায়ার্নে লোনে থাকা বার্সারই অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কুতিনিও। ম্যাচে একমাত্র বার্সার হয়ে গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৫৭ মিনিটে কিক-ফেইন্ট করে গোল করেন তিনি।

এবার তাই বার্সা বস সেতিয়েনের চাকরি নিয়ে শঙ্কা পড়ে গেল। এরইমধ্যে বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া জানিয়েছেন, বিশাল পরিবর্তন আসছে টিমে। তাই দেখা যাক এ মৌসুমে কোন ট্রফি না জেতা দলটায় কী রদবদল হয়।

বাংলাদেশ সময়: ১৩:২০:১১   ৬২০ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ