হাসুস নামকরণের আদি-অন্ত

Home Page » ফিচার » হাসুস নামকরণের আদি-অন্ত
রবিবার, ৯ আগস্ট ২০২০



হাওর ভিত্তিক দেশের প্রথম সাহিত্য সংগঠন “হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ তথা হাসুস নামটি কিভাবে তৈরি হলো, তার গ্রহণ যোগ্যতা কতটুকু সে বিষয় বিস্তারিত জানিয়েছেন “হাসুস” নামকরণের জনক, সংগঠণটির প্রতিষ্ঠাতা জীবন কৃষ্ণ সরকার।

হাসুস নামকরণঃ

সাধারণ অর্থে
হা-হাওর স-সাহিত্য (উ)-(ু) – উন্নয়ন
স-সংস্থা= হা+স+ু+স= হাসুস
অর্থাৎ- হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস)

ব্যাপক অর্থেঃ

বাংলা এবং ইরেজী দুই দিক থেকেই-

হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ
Haor Sahitya Unnoyan Songsta (HASUS) Bangladesh.

উপরের ইংরেজী নামটি দেখেন সেখান থেকে
HA-Haor
S-Sahitya
U-Unnoyan
S-Songsta
অর্থাৎ
HASUS

অনেকেই বলবেন প্রতি শব্দ থেকে প্রথম অক্ষর নেয়া যায় দুই অক্ষর নয়। চলুন প্রিয় বন্ধুগণ দেখে নিই এই যুক্তিটা কতটুকু সঠিক।
নিচে সর্বজন স্বীকৃত সংগঠন বা নামের সংক্ষিপ্ত নাম লক্ষ করি।

1.D Lit -Doctor of Literataure.
2.PhD- Doctor of Philosophy.
3.PBX-Privet Branch Exchange.
4.VAE- Village level Agricultural Extension.
5.C-in-C-Commander-in-Chief.
6.Interpole-International Criminal Police Organization.
7.BREXIT-British Exit.

১নং সংক্ষিপ্ত নামটি Doctor থেকে D নেয়া হয়েছে ভালো কথা কিন্তু Literature থেকে Lit নেয়া হয়েছে।তাহলে এসময় কেন বলেননা D L ডিগ্রী?
অতএব Haor থেকে HA একসাথে নিলে সমস্যা কোথায়?
২নং টিতে Philosophy থেকে Ph নেয়া হয়েছে সে সময় তো বলেননা P D ডিগ্রী? তাছাড়া নিয়ম অনুসারে D P হওয়ার কথা তাও তো হয়নি তাহলে ওগুলো ঠিক করে আসেন!
৩নং টিতে Exchange থেকে X নেয়া হয়েছে।কই সেখানে তো E নেয়ার কথা ছিলো সেখানে তা করেন নি।
৪ নংটিতে level পুরো শব্দটাই বাদ দিয়েছে আবার ৫ নং টিতে in প্রিপজিশনটিও রেখে দিয়েছেন যা সচরাচর প্রায় সকল সংগঠনেই প্রিপজিশন,কনজাংকশন(For,and,the, etc) বাদ দেয়া হয়।
৬নংটিতে আসি। International থেকে Inter নেয়া হয়েছে আর Police থেকে Pole নেয়া হয়েছে।মাঝে ও শেষে Criminal ও Organization শব্দদুটো কোথায় গেলো? International থেকে যদি Inter নেয়া যায় তাহলে আমাদের Haor থেকে HA নিলে সমস্যা কি?
৭নং তে শেষের Exit পুরোটাই নেয়া হয়েছে।তাদের B E লিখতে বলবো তারপর HASUS নিয়ে কথা বলতে আসুন।

এবার, হাসুস তো ইংরেজীতে নয় বাংলায়।সরাসরি বাংলাকে ইংরেজিতে উচ্চারণ ভিত্তিক সংগঠনগুলোকে দেখে আসি।
সমাজ সেবা অধিদপ্তরের কিছু উদাহরণ দেখে যান-

১।ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএমএস),সিরাজগঞ্জ
২।বাংলাদেশ সোনালী সংস্থা (বিএসএস) সিরাজগঞ্জ
৩।পল্লী রক্ষা সংস্থা (পরস) সিরাজগঞ্জ
৪।নারী ও শিশু কল্যাণ সংস্থা ( এন এস কে এস)
আরো দরকার উদাহরণ?

এবার বলবেন হাসুস তো ইংরেজী উচ্চারণে নয় কারণ এটা সাহিত্য সংগঠন। এটাকে বাংলায়ই সংক্ষিপ্ত করতে হবে।তাহলে দেখে নেয়া যাক বাংলায় হাসুস’র কি অবস্থা।

হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা এর প্রাথমিক ভাবে এর উচ্চারণ হাসাউস ই হয়।কিন্তু উপরের উদাহরণগুলো থেকে স্পষ্ট প্রতিয়মান হয়েছে সংগঠনের সংক্ষিপ্ত নাম কোন ব্যাকরণ পন্ডিতি বিদ্যা থেকে নয় বরং সংগঠন বা সংস্থার প্রতিষ্ঠাতাদের পছন্দমতো সুন্দর সহজ উচ্চারনবোধ্য নামকেই সিলেক্ট করা হয়।আমরাও তার ব্যতিক্রম নই।হাসাউসকেই আমরা হাসুস বানিয়েছি সহজবোধ্য উচ্চারণের জন্য।কিভাবে হলো –

হা-হাওর
স-সাহিত্য
ু(উ)- উন্নয়ন
স-সংস্থা

এই হলো হাসুস।বৈয়াকরণবিদদের বুঝে আসনি যাদের, এবার দেখে নেয়া যাক এই সব বৈয়াকরনবিদেরা নিচের সর্বজন স্বীকৃত জাতীয় সংগঠন,সংস্থাগুলোর ব্যাপারে কি বলেন-

১।আসক- আইন সহায়তা কেন্দ্র
২।সুক-সমাজ উন্নয়ন কার্যক্রম,সিরাজগঞ্জ
৩।শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক)
৪।সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা (সাম্স)
৫।হিউম্যান এইড (হ্যাস),সিরাজগঞ্জ
৬।মানস-মাদক নিরোধক সংস্থা

এবার আসি আলোচনায়।

১নং তে কে না নিয়ে “ক” নিল কেনো নাম বিশেষজ্ঞগণ উত্তর দিবেন।২নং তে “সউক” কেনো হলোনা বিজ্ঞজনেরা জানাবেন।এটা যদি সউক কে “সুক” লিখতে পারে তাহলে আমরা “উ” এর বদল “উ” কার লিখে হাসুস বানালে সমস্যা কোথায়?

৩ নম্বরটিতে পন্ডিতগণের মতে শিস্বাউকা হওয়ার কথা কিন্তু হয়েছে শিসউক কেন এমন হলো পন্ডিতরা জানাবেন কি।ওটা যদি “স্বা” এর স্থলে শুধু “স” এবং “কা” এর বদল ক নিতে পারে তাহলে আমাদের সাহিত্য শব্দ থেকে শুধু “স” নিলে সমস্যাটা কোথায়? তার মানে হাসুস’ই যুক্তিযুক্ত হয়েছে।

৫ নম্বরটিতে হিউম্যান এইড কে হ্যাস লিখা হয়েছে এটার ব্যাখ্যা আর দেবার ইচ্ছে নেই ঐ সব বিজ্ঞজনেরা খোঁজে বের করবেন আশা করি।

এবার প্রশ্ন সাহিত্যের সাথে “পরিষদ” কথাটা মানায়,“সংস্থা” কথাটা মানায় না।

এই সব বিজ্ঞ বন্ধুদের জন্য নিচে কয়েকটি সাহিত্য সংগঠন’র নাম দিচ্ছি-

১।বিশ্ব সাহিত্য নিকেতন
২।কপোতাক্ষ সাহিত্য অঙ্গন
৩।বাংলাদেশ সাহিত্য ক্যানভাস
৪।নবকন্ঠ সাহিত্য আসর
৫।বিশ্ব সাহিত্য সংঘ

শেষাংশে পরিষদ নেই।এগুলো জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা সাহিত্য সংগঠন। আপনাদের বিচারে কি

কি ওগুলো সাহিত্য সংগঠন নয়? ও আচ্ছা ও গুলোতো সংস্থা নয় তাই সংস্থা দিয়ে সাহিত্য সংগঠন কিভাবে হলো?

প্রথমেই দেখে নেয়া যাক “সংস্থা” শব্দের বুৎপত্তিগত অর্থ কি।

অক্সফোর্ড ডিকশনারি হতে প্রাপ্ত

“সংস্থা” শব্দের অর্থ- সমিতি,সংঘ,প্রতিষ্ঠান। যার কোন বিশেষত নেই যে কেবল আর্থিক প্রতিষ্ঠান হলেই সংস্থা হবে নতুবা নয়।অবার ইহা সাহিত্য সংগঠনের এক্সটেনশন হতে পারবেনা এব্যাপারেও কোন দিক নির্দেশনা নেই।

তাছাড়া আসুন নিচের সংগঠনগুলো সম্পর্কে একটু পরিচিত হই কেমন?

১।বিশ্ব কাব্য সংস্থা(বিকাশ) ভারত
২।সৃজনী সাহিত্য সংস্থা,পশ্চিমবঙ্গ
৩।অনুরাগ সাহিত্য সংস্থা,কাস্মীর
৪।মুক্ত চেতনা সাহিত্য সংস্থা,পশ্চিমবঙ্গ
৫।সোনালী সূর্য সাহিত্য সংস্থা,ঢাকা
৬।বাংলাদেশ সাহিত্য সংস্থা (বাসাস)
৭।আকিলপুর সাহিত্য উন্নয়ন সংস্থা(আসুস)

এগুলো প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন।তাহলে ওগুলো নিষিদ্ধ করে আসুন? লক্ষ করলে দেখবেন ৭ নাম্বারে “আকিলপুর সাহিত্য উন্নয়ন সংস্থা যদি “আসুস” হয় তাহলে আমাদের হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) হলে কোন সমস্যা?

অতএব বন্ধুগণ, উপরের আলোচনা থেকে প্রতিয়মান হয় সংগঠনের নাম ব্যাকরণ নয় বরং সংগঠন পরিচালকদের পছন্দ এবং সৌন্দর্য,সহজবোধ্যতাকে প্রাধান্য করে করা হয়।যারা সংক্ষিপ্ত নাম নিয়ে পন্ডিতি জাহির করেন তারা আসলেই সংক্ষিপ্ত পন্ডিত।ওদের ব্যাপারে আমাদের কোন কিছু বলার নেই।

সর্বশেষ “হাসুস” সর্বজন গৃহীত সৌন্দর্যপূর্ণ,সহজবোধ্য নাম এতে কোন সন্দেহ নেই।হাসুস সংশ্লিষ্টদের অনুরোধ সর্বদা সাহিত্য ও সমাজ উন্নয়নের ভাবনায় মেতে থাকুন।এতে দেশ ও জাতির মঙ্গল হবে।

আহ্বানে –

জীবন কৃষ্ণ সরকার

প্রতিষ্ঠাতা হাসুস।

বিঃদ্রঃ লেখাটি যারা হাসুস কি, কিভাবে এলো তাদের জন্য নয়। যারা হাসুস কে বৈয়াকরণিক দিক থেকে চ্যালেঞ্জ করেছেন সেই সব মনিষীদের জন্য।

বাংলাদেশ সময়: ২০:৫২:১১   ৭৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ