অগাস্টের প্রথম সপ্তাহে এইচএসসির ফল

Home Page » শিক্ষাঙ্গন » অগাস্টের প্রথম সপ্তাহে এইচএসসির ফল
শনিবার, ২৭ জুলাই ২০১৩



2013-joy-0084_0_1.jpgবঙ্গ-নিউজ ডটকম: ফলের অপেক্ষায় থাকা ১০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

তারিখ চূড়ান্ত না হলেও অগাস্টের প্রথম সপ্তাহেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানিয়েছেন।

তিনি শনিবার জানিয়েছেন , “ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে অগাস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারিখ নির্ধারণ করলে সেই দিনই এইচএসসির ফল দেয়া হবে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছি।”

রেওয়াজ অনুযায়ী, সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করে দু’একটি প্রতিষ্ঠানের ফল প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই গত কয়েক বছর ধরে পাবলিক ফল প্রকাশ করা হচ্ছে। সেই হিসাবে এবার ৩ অগাস্টের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করার কথা।

তবে হরতালের কারণে এবারের এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরীক্ষার পরেও হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় উত্তরপত্র মূল্যায়নেও কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে।
এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৩   ৪৬২ বার পঠিত  




শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ