মধ্যনগরে এক যুবক কে বিষপানে হত্যার অভিযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগরে এক যুবক কে বিষপানে হত্যার অভিযোগ
শুক্রবার, ৭ আগস্ট ২০২০



---স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ ঃঃসুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর  ইউনিয়নের বাকাতলা(কান্দাপাড়া) গ্রামে আজিজুল ইসলাম (২২) নামের এক যুবক কে বিষপানে হত্যা করার অভিযোগ ওঠেছে।

নিহত আজিজুল ইসলাম বংশীকুন্ডা উত্তর  ইউনিয়নের বাকাতলা (কান্দাপাড়া)  গ্রামের মকবুল হোসেনের ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায় , বাকাতলা গ্রামের প্রভাবশালী সাবেক ইউপি সদস্য রমযান আলী তার ছেলে হেদায়েতউল্লাহ, তার ভাগ্নে সন্ত্রাসী মনসুর ও তার পরস্পর একদলভূক্ত আত্নীয়রা উগ্র,দাঙ্গাবাজ,কলহপ্রিয়,সন্ত্রাসী খুনি ও মাদক ব্যবসার সাথে জড়িত।বিভিন্ন সময়ে তাদের নানান অপকর্মের শিকার হয়ার  কারনে এলাকাবাসী আতংকিত।তাদের এইসব সকল অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে  একই গ্রামের আজিজুল ইসলাম নামের এক যুবককে গত ৭ জুলাই বাকাতলা গ্রামের রমযান আলী মেম্বারের হুকুমে তার ভাগ্নে  মনসুর আলী, তার ছেলে হেদায়েতউল্লাহর পূর্বপরিকল্পনা অনুযায়ী আজিজুল ইসলাম নিজ বাড়িতে যাওয়ার  পথে বাকাতলা গ্রামের দায়েন মিয়ার দোকানে  জোরপূর্বক ধরে নিয়ে এসে শরবতের সাথে বিষ মিশিয়ে পান করালে সাথে সাথে আজিজুল ইসলাম চিৎকার শুরু করে। চিৎকার শুনে তার  স্বজনেরা তাকে উদ্ধার করে। গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করলে শারীরিক অবস্থার উন্নতি না দেখে তাকে পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলাম কে  উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুলাই মারা যায়।মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে ‘Unknown poisoning ‘অর্থাৎ অজানা বিষপান।


পরে নিহত আজিজুল ইসলামের বড়ভাই সিদ্দিকুর রহমান (৪০) চারজন রমযান আলী (৪৮) পিতা মৃত আব্দুল মন্নাফ, দায়েন মিয়া (৫০) পিতা মৃত আব্দুর রহমান, মনসুর আলী পিতা (৪০) পিতা মৃত শামছুদ্দিন  ও রমজান আলীর ছেলে হেদায়েতউল্লাহ (২২)কে আসামী করে ধর্মপাশা উপজেলা   সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর মামলা দায়ের করেন।


মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,যেহুত অভিযোগটি আদালতে করা হয়েছে। তাই আদালতের নির্দেশে মামলাটি তদন্ত পক্রিয়ায় চলমান।  তদন্ত শেষে  অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৯:৩২   ১৪০৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ