কবি বাবলী খান এর “বন্ধুর কাব্যকাহিনী “

Home Page » সাহিত্য » কবি বাবলী খান এর “বন্ধুর কাব্যকাহিনী “
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০



বন্ধু

কে গো তুমি মেয়ে ?
আমি তোমার সেই বন্ধু
যার সাথে ছিলে তুমি যুগলবন্ধু হয়ে
আজো তুমি আছো আমার হৃদয় জুড়ে—
শব্দের ছন্দে সাজিয়ে—
আজ লিখছি তোমাকে —
বন্ধুজীবনের ছোট্ট কাব্যকাহিনী ।
চিনতে পারছো কি বন্ধু আমাকে ?
দুজনের বয়স বেড়েই তো চলছে
এতো কাছা কাছি থাকি দুজনে তবুও
তুমি রয়েছি তোমার থেকে বেশ দূরে ।
আমার তোমার মায়ার এমনই এক বন্ধন ,
এই বন্ধন আগের মতই থাকবে আজীবন ।
বহু বছর হয়ে গেলো —
তোমার কাছ হতে চলে এসেছি ,
ছিলাম আমি তোমার প্রতিবেশী
ধীরে ধীরে হলো নিবির বন্ধুত্ব ।
তুমি আগলে রাখলে আমাকে
ভালবাসায় ময়া মমতার বন্ধনে ।

আমি দূরে চলে এসেছি ছেড়ে তোমাকে –
তবুও তুমি ভুলে যাওনি একটুও আমাকে ।
হাজার মনের ভীড়ে দরজায় কড়া নাড়ে
বন্ধু হিসাবে বেছে নিয়েছিলে এই আমাকে ।
আমার তোমার জীবনে এলো
গভীর মায়া মমতা ,স্নেহ ,ভালবাসা ।
কতজন আমাদের নিয়ে কত কথা বলেছে ,
ছিনিমিনি করে কথার রংখেলা খেলেছে।
তবুও তো আমারা সরে যাইনি একটুও —
দুজন দুজনার হয়ে এক মনে থেকেছি
আমি কত কত আবদার করেছি –
কত কত আদর ভালবাসা নিয়েছি ।
যখন বিদেশে বেড়াতে চলে যেতাম
আমার সন্তানদের তুমি সে সময় —
মায়ের স্নেহ মমতায় আগলে রেখেছিলে ।
সেসব দিনের কথা আজো মনে রেখেছি ।

কত দিন রান্না ঘরে তুমি আসতে
আমি কেমন করে রান্না করি
তুমি মন দিয়ে রান্না অবলোকন করতে ।
তুমি আমি সুখ দুখের –
কত গল্প করতাম দুজনে —
রোজ সন্ধায় মাগরিবের নামাজ পড়ে
ছাঁদে হাটতাম , গান শুনতাম ––
সেই সময়ের মিষ্টি মুহূর্তগুলো
আজো স্মৃতির ঝাঁপিতে যত্নে আছে ।
কতদিন নিরালা দুপুরে –
তোমার বা আমার ঘরে ,
পাশাপাশি শুয়ে দুজনে গল্প করতাম ,
ঘড়ির সময় সীমা পার করে দিতাম ।

তোমার পাশ হতে যখন স্হান বদল হলাম,
নিজ বাড়ীতে তোমাকে ছেড়ে এসেছিলাম ।
কতস্মৃতি কথা মনকুঠরে আছে জমা
সেই দীর্ঘ দশটি বছর তোমার আমার
কত মধুর স্মৃতি অম্লান হয়ে আছে বুকের ভেতর ।
এখন থাকি আমি দূরে তবু মাঝে মাঝে
কথা হয় ফোনে , দেখা হয় নয়নে নয়নে ,
যখন কথা বলি ফোনে ,তখন মনে হয় তুমি পাশেই আছো ,
আগের মতই সংগে থাকার মতন ।

আমার জীবনে তুমি এক সন্মান ইতিহাস
হয়ে চিরদিন তুমি হৃদয়ের খাতায় থাকবে ।
যেখানে আমি থাকি যেভাবে —
আমার বুকের ফুলদানীতে
তুমি ফুটন্ত গোলাপ হয়ে থাকবে ।,
আমারা দুজন বোন বেঁচে রইবো যতদিন —,
চির শুভকাংক্ষী বন্ধু হয়েই রইবো ততদিন ।
তোমার আমার ছোট্ট জীবনগল্প কবিতাটি
কাব্যময় করে রেখে দিলাম স্মৃতির আর্শিঘরে ,
ছোট্ট একটু ভালবাসা স্নেহ দিলাম আদর করে
স্নেহসল্প জীবনগল্প লিখে দিলাম কবিতায় ভরে ।

বাংলাদেশ সময়: ১:৫৭:৪০   ৯৭১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ