জয়ের বক্তব্যে উজ্জীবিত মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা

Home Page » জাতীয় » জয়ের বক্তব্যে উজ্জীবিত মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা
শুক্রবার, ২৬ জুলাই ২০১৩



25166.jpgবঙ্গ-নিউজ ডটকম,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দেয়া বক্তব্যে                                                                       উজ্জীবিত এবং অনুপ্রাণিত হয়েছেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা।

বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার                                                                      যুবলীগের ইফতার মাহফিলে বলেন,

 আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তার কাছে তথ্য-                                                                প্রমাণ আছে।

‘আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা আবার কালো দিনে ফিরে যাবো। দূর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ফিরে আসবে উল্লেখ করে তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরও প্রচারণায় নামতে হবে। এখন থেকে আগামী ৬ মাস বিএনপির সন্ত্রাস, নির্যাতন ও দূর্নীতির চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।

জয় বলেন, কেউ যদি আওয়ামী লীগের দূর্নীতির কথা বলে তবে তাদের বলবেন আসুন আমরা বিএনপির দূর্নীতির সঙ্গে আমাদের তুলনা করি।

সজীব ওয়াজেদ জয় এর এই বক্তব্যকে অত্যন্ত সময়োচিত উল্লেখ করে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বলেছেন, তিনি এমন সময়ে এই বক্তব্য দিয়েছেন বিশেষ করে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থিদের পরাজয়ে নেতাকর্মী ও সমর্থকরা যখন হতাশ এবং আগামী জাতীয নির্বাচনের ফলাফল নিয়ে দ্বিধান্বিত।

তারা মনে করেন, জয়ের এই বক্তব্য নেতা-কর্মী ছাড়াও সমর্থকদেরও বিশেষ ভাবে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী পুত্রের এই বক্তব্যে যৌক্তিকতা, কমিটমেন্ট এবং দৃঢ়তা প্রকাশ পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাসস’কে বলেন, তিনি (জয়) আশাবাদের কথা বলেছেন।

আগামী জাতীয় নির্বাচনে জয়ী হবো- এটা হচ্ছে আমাদের আশাবাদ। জনমতের তথ্যও আছে। সজীব ওয়াজেদ জয় জনমত এবং আশাবাদের জায়গা থেকেই জয়ী হওয়ার কথা বলেছেন।

সজীব ওয়াজেদ জয় যুবলীগের ইফতার মাহফিলে আনুষ্ঠানিক ভাবে প্রথম রাজনৈতিক বক্তব্য রেখেছেন উল্লেখ করে তিনি বলেন,জয়ের বক্তব্যে যৈাক্তিকতা আছে। আওয়ামী লীগের সাড়ে চার বছরের সাফল্য তাই প্রমাণ করে। দেশের নতুন প্রজন্মও এই বক্তব্যে অনুপ্রাণিত হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক আবদুস সালাম বলেন, আওযামী লীগ আবার ক্ষমতায় আসবে এটা স্বাভাবিক বক্তব্য- আমরাও সবাই বলি। এই দলটির বর্তমান শাসনামলে যে উন্নয়নমূলক কাজ হয়েছে দেশের জনগণ অবশ্যই তা মূল্যায়ন করবেন এ বিশ্বাস আমাদের আছে। আর বিএনপি’র অপপ্রচারের বিরুদ্ধে প্রচারণায় নামার কথাও নেতৃত্ব পর্যায় থেকে বলা হচ্ছে।

তিনি বলেন,কেন্দ্রীয় নেতৃত্ব যদি হতাশাজনক এবংপরস্পর বিরোধী কথাবার্তা বলেন তৃনমূল নেতা-কর্মীরা তখন হতাশ হন। অন্যদিকে ইতিবাচক কথাবার্তায় উজ্জীবিত হয়। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে সজীব ওয়াজেদ জয়ের“ আওয়ামী লীগ আবার জয়ী হবে” বক্তব্যে নিঃসন্দেহে তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত হবে- অনুপ্রণিত হবে এবং তাদের মধ্যে আগামী নির্বাচন নিয়ে আশার সঞ্চার হবে।

আবদুস সালাম বলেন, জয় কোন সময়ে এ বক্তব্য রাখলেন সেটিকেও গুরুত্বে আনতে হবে

বাংলাদেশ সময়: ২০:৫১:৫২   ৩৮৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ