‘মুজিব বর্ষ’ উপলক্ষে সিভিএফ সম্মেলন ২০২১ সালে:বান কি-মুন

Home Page » জাতীয় » ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সিভিএফ সম্মেলন ২০২১ সালে:বান কি-মুন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০



ফাইল ছবি- ২০১৪ সালে নিউইয়র্কে শেখ হাসিনা ও বান কি-মুন       স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের চেয়ার ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। ফোনে তিনি শেখ হাসিনাকে জানান,  ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) পরবর্তী সম্মেলন ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ২০২১ সালে অনুষ্ঠিত হবে। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন সম্মেলন আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। বান কি-মুন এতে ভার্চুয়ালি যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বান কি-মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং সিভিএফ সম্মেলন ও অভিযোজন সম্মেলন সম্পর্কিত গ্লোবাল সেন্টারসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে প্রায় ১২ মিনিট কথা বলেন।

টেলিফোন আলাপে জাতিসংঘের সাবেক মহাসচিব সাহসের সাথে করোনাভাইরাস পরিস্থিতি এবং সুপার সাইক্লোন আম্ফান মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলে জানান তিনি।

বান কি-মুন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগণকে কোভিড-১৯ মহামারী এবং ঘূর্ণিঝড় আম্ফানের মতো পরিস্থিতি মোকাবেলা করতে পারার মতো সহিষ্ণু করে গড়ে তুলতে হবে।

জাতিসংঘের সাবেক মহাসচিব দ্বিতীয়বারের মতো সিভিএফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক অভিনন্দন জানান।

সিভিএফের ‘থিম্যাটিক রাষ্ট্রদূত’ হওয়ায় নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস অ্যান্ড অটিজম সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেনকেও অভিনন্দন জানান তিনি।

সিভিএফ হল বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত ৪৮টি দেশের একটি অংশীদারিত্বমূলক ফোরাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ডিসেম্বরে স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনে যোগ দেন। ওই সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হাইন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সিভিএফের পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তাব দিলে তাতে রাজি হন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১১:২১:০৫   ৬৮৮ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ