অনলাইনে পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা!

Home Page » বিবিধ » অনলাইনে পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা!
বুধবার, ২৯ জুলাই ২০২০



 ---

ওমর ফারুক , বঙ্গ-নিউজঃ   অনলাইনে এমসিকিউ পরীক্ষা দিয়ে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জুলাই) ঢাকা কলেজের একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা কাল দীর্ঘায়িত হলে শিক্ষার্থীরা বিপাকে পড়তে পারে। এজন্য আমরা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা কলেজ সূত্রে জানা গেছে, ওই সভায় একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়টি তদারকি করবে শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি নিবিড় পর্যবেক্ষণ কমিটি।
নিবিড় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে ভর্তি যোগ্যতার জন্য গ্রেড নির্ধারণ করে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২:১৪:৫৬   ৭০৩ বার পঠিত   #  #  #  #




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ