প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন জামা জুতা ব্যাগ কেনার জন্য শিগগির সরকার থেকে টাকা পাচ্ছেন

Home Page » জাতীয় » প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন জামা জুতা ব্যাগ কেনার জন্য শিগগির সরকার থেকে টাকা পাচ্ছেন
বুধবার, ২৯ জুলাই ২০২০



 ---

বঙ্গ-নিউজঃ    প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে স্কুলড্রেস, জুতা ও ব্যাগ কেনার জন্য ১০০০ টাকা করে দিচ্ছে সরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এটির অনুমোদন দিয়েছেন জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ বলেন, দ্রুত অর্থ অভিবাবকদের মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
আজ সোমবার (২৭ জুলাই) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে এ কথা বলেন তিনি। প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা ‌শিক্ষা প্রতিমন্ত্রী মো. জা‌কির হো‌সেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফসিউল্লাহ বলেন, বর্তমানে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে জামা জুতা ও ব্যাগ কিনতে প্রধানমন্ত্রী ১ হাজার টাকা প্রদানে অনুমোদন দিয়েছেন। দ্রুত অর্থ অভিবাবকদের মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা টেলিভিশন সম্প্রচার কার্যক্রম শুরু করেছি। শিক্ষকরা তাদের নিজেদের শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ-খবর রাখছেন।
তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকটি রিকভারি পরিকল্পনা তৈরি করেছি। পরিস্থিতির উপর নির্ভর করে তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি চলমান সিলেবাসকে সংক্ষিপ্ত করা হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য একটি হেল্পলাইন সেন্টার চালু করা হচ্ছে। এর মাধ্যমে ফোন করে পছন্দ শিক্ষকের কাছ থেকে পাঠ্য বিষয়ক পরামর্শ পাবে শিক্ষার্থীরা।
আমাদের শিক্ষকদের মোটিভেশনের মাধ্যমে যোগ্য করে তোলা হয়েছে। শিক্ষকরা দায়িত্ব নিয়ে মমতা দিয়ে তার নিজ শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নিচ্ছে বলেও জানান মহাপরিচালক।

বাংলাদেশ সময়: ২:১৫:৫০   ৯৯৪ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ