করোনা Covid-19 ফরহাদ হোসেন রোমেল

Home Page » সাহিত্য » করোনা Covid-19 ফরহাদ হোসেন রোমেল
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০



নগ্ন বিশ্ব আজ স্তব্দ।

স্তব্দ হয়ে দাঁড়িয়ে আছে,

দাঁড়িয়ে আছে অতীত হিসাব মেলানোর।

পুঁজিবাদ ধ্বংস করেছে।

টেনে নিয়ে এসেছে দারিদ্র্যতা।

সমাজতন্ত্র  নষ্টদের দখলে,

চলে গেছে সাম্রাজ্যবাদের আগ্রাসনে।

নষ্ট রাজনীতির বলিয়ান আজ বিশ্ব ক্ষমতায়ন।

বিশ্ব এক নিমিষেই বাঁচতে চাচ্ছে,

বাঁচতে চাচ্ছে কলংক থেকে।

নিস্পাপ বিশ্বকে যারা করেছে কলংক,

তারা আজ অভিশপ্ত।

কাট মৌলানাদের ফতোয়া,

আর দলবাজি ধর্মায়ন,

ব্যবহার করে চলছে পৃথিবী।

পৌরহিতের মন্দির, গির্জা আজ কলংকিত।

আটকে রেখেছে নিজস্ব সক্রিয়তায়।

মুক্ত মনারা আজ ক্ষমতায়নের বৃত্তে,

মুখে বুলি ছড়াচ্ছে মানবতার।

এই নিয়ে চলছে তাদের বাকবিতান্ড।

করোনা দিয়েছ তুমি শিক্ষা।

তারপর ও কি আমরা অজ্ঞ !

থেকে যাব মিথ্যুকদের রাজত্ত্বে ?

বিশ্ব ফিরে পাক চিরচেনা রুপ।

যেই রুপ তার শান্তির নিশ্বাস।

থাকবে না কোন ব্যবিচার,আনাচার।

সাম্রাজ্যবাদ ধ্বংস হবে।

সত্যি আমাদের জন্য করোনা Covid-19।

এই হোক শিক্ষা,

বেঁচে থাকি আর মুগ্ধ নয়নে দেখি,

দেখি আগামী বিশ্বের রুপ।

রোমেল হোসেন


বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৮   ১৩৫৭ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ