ল্যাম্পপোস্ট ৩

Home Page » সাহিত্য » ল্যাম্পপোস্ট ৩
সোমবার, ২০ জুলাই ২০২০



ছোটন্দ্রনাথ চক্রবর্তীবঙ্গ-নিউজঃ

তোমার ব্যালকোনির আলোয় ঝলসে গিয়ে

ভুলে যাই নিদ্রাহীন জেগে থাকার ডাইরি;

ভুলে যাই এক পায়ে বসে থাকার এইসব বেদোনা।

কেউ কি জানে-

রাত বেড়ে গেলে আমারো

প্রেম পায় চুপিসারে একা একা!

আমারো মনে জাগে অভদ্র শব্দের স্রোত!

খুব করে বৃষ্টি এলে আমিও ছুঁয়ে দিতে হাত পাততে চাই

তোমার গ্রিলআটা ব্যালকোনির মোঁড়ে!

তোমার রোদপোহানো অন্তর্বাসের সাথে

মাঝে মাঝে কথা হয় বিষন্নতার নিশ্চুপ দিনগুলিতে।

দিনে আমি চোখে দেখি না জেনে ওরা শুনিয়ে যায়

কাজাখস্থানের ঝলমলে বোনের গল্প

আর প্রবাহমান আশ্চর্য পাহাড় ও রক্তনদীর ইতিহাস।

আমার চোখ জুড়ে জাগে ঘেমে যাবার স্বাদ।

পাখি হয়ে ব্যালকোনির বিশ্বস্ত পাহারাদার হবার ইচ্ছে

গজায়

লোমহীন ত্যালতেলে স্টিলের বুকে।

কেউ জানে না

আমারাও আছে আত্মমূলক কবিতা লেখার

অস্থায়ী কাটাকাটি খাতা।

আত্মসম্মানে অরুচি এলে আমিও আঁকি

অ্যালগরি অব দ্য আর্টস, অ্যাডাম অ্যান্ড ইভ এবং ভেনাস অব আরবিনো’র শালিন ধাচের স্কেচ।

রাত বেড়ে গেলে আমারো

প্রেম পায় চুপিসারে একা একা!

আমারো মোনে জাগে অভদ্র শব্দের স্রোত!

খুব করে বৃষ্টি এলে আমিও ছুয়ে দিতে হাত পাততে চাই

তোমার গ্রিলআটা ব্যালকোনির মোঁড়ে!

কেউ জানে না-

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫২   ৭৫৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ