প্রধানমন্ত্রী :আর পরনির্ভরশীলতা নয়

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী :আর পরনির্ভরশীলতা নয়
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৩



sheikh-hasina-nice-pic.jpgবঙ্গ-নিউজ ডটকমঃসরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের উন্নয়ন নিজেদেরই করতে হবে।

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ এবং ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা কামনা করি। অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই।”

 

পাশাপাশি ত্যাগের মানসিকতা নিয়ে সবাইকে কাজ করারও তাগিদ দেন সরকার প্রধান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, “আর পরনির্ভরশীলতা নয়। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা নিজেরাই নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করবো।”

প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের ‘সুন্দর’ কর্মপরিবেশ সৃষ্টি করে তাদের ওপর অপির্ত দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন করতে চাই।”

বাংলাদেশে অনির্বাচিত সরকারের সময়ে বিভিন্ন অনিয়ময়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও ঋণখেলাপীর প্রসার ঘটেছে সামরিক শাসন ও সামরিক ব্যাকড সরকারের সময়ে। সে সময়েই বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়েছে।”

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় এবং ২০০৭ ও ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সরকারি কর্মকর্তাদের অস্বাভাবিক পরিবেশের মধ্যে কাজ করতে হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আতংক ও অস্বভাবিক পরিবেশের মধ্যে দিয়েই আপনাদের কাজ করতে হয়েছিল। আমরা সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করেছি।”

অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্ঠা হোসেন তৌফিক ইমাম এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রিসভার সদস্য এবং মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামানসহ প্রশাসনিক ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৯:১৩   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ