ধৈর্যেই মুক্তি - মারজিয়া চৌধুরী সুপর্ণা

Home Page » সাহিত্য » ধৈর্যেই মুক্তি - মারজিয়া চৌধুরী সুপর্ণা
শনিবার, ১১ জুলাই ২০২০



ধৈর্যেই মুক্তি
হতাশা,তরুণপ্রজন্মের কাছে এযেনো এক দুঃস্বপ্নের নাম।হতাশার কালো ছায়ায় হারিয়ে যাচ্ছে শত মানুষের স্বপ্ন। আমাদের পথভ্রষ্ট পথিকে পরিণত করছে এই হতাশা।কখনো কি ভেবে দেখেছেন দিনদিন হতাশাগ্রস্থ লোকের সংখ্যা কেন বেড়েই চলেছে?এর প্রধান কারণগুলোর একটি হলো সহনশীলতার (সবুর/ধৈর্য) অভাব।
মানবচরিত্রের মহান এক গুণ ধৈর্য।ধৈর্য মানেই আশা।ধৈর্যশীলতা দৃঢ় মনোবলের প্রতীক যা আত্মবিশ্বাস গড়ে তোলায় মুখ্য ভূমিকা পালন করে। সূফী দার্শনিক শেখ সাদী (রহঃ) বলেছেন,”ধৈর্য ধারণ করো।সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়।”
রাজা রবার্ট ব্রুসের কাহিনী আমাদের সকলেরই জানা।পর পর ছয়বার যুদ্ধে হেরেও তিনি ধৈর্যহারা না হায়ে সপ্তমবার যুদ্ধ করেন।এবং সফল হন।
প্রবাদে আছে,”সবুরে মেওয়া ফলে।”
কোনো বিপদ আসলেই আমরা হতাশ হয়ে যাই।দিনরাত চিন্তা করে যাই কেন বিপদের সম্মুখীন হতে হচ্ছে।অস্থিরতার দ্বারা জীবনকে করে তুলি দুর্বিষহ।অথচ ধৈর্য ধারণ করে বিপদ মোকাবিলার পথ খুঁজে বের করি না।দার্শনিক জালালউদ্দিন রুমী বলেছেন,”অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো,ভোর আসছে।”
হতাশা দিন দিন মানুষের মানসিক শান্তি গ্রাস করছে।তাদের গড়ে তুলছে দুর্বলচিত্তের মানুষ হিসেবে।হতাশাগ্রস্ত এবং অধৈর্যশীল হয়ে অনেকে বেছে নিচ্ছি আত্মহত্যার পথ।যা সকল ধর্মেই মহাপাপ বলে গণ্য করা হয়।আল্লাহ তা’য়ালা কুরাআনের এক আয়াতে (সূরা বাকারাহ;১৫৫) বলেছেন,”নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং কিছু ধনপ্রাণ এবং ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব;আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।”
এর দ্বারা মহান সৃষ্টিকর্তা সকলকে ছোট-বড় সকল বিপদেই হতাশ না হয়ে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন।
আমরা দুই-একবার চেষ্টা করে ব্যর্থ হলেই ধৈর্য হারিয়ে ফেলি।হতাশাগ্রস্থ হয়ে নিজের লক্ষ্য থেকে দূরে সরে আসি।যার ফলে সফলতা থেকে দূরে সরে যাই।
মূলত ধৈর্যই অন্ধকার পথকে আশার আলো দিয়ে উজ্জ্বলিত করে।
ছোট থেকেই শিশুদের ধৈর্য শিক্ষা দেয়া উচিত যেন তারা বাস্তব জীবনে ধৈর্যের প্রয়োগ কিভাবে করতে হয় শিখতে পারে।বিজ্ঞানী টমাস আলভা এডিসন দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে সম্ভাব্য ১০০০ বার ব্যর্থ হওয়ার পর সফলতা অর্জন করেন।ধৈর্যই তাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
বিপদে নিরাশ না হয়ে ধৈর্যের সাথে সেই বিপদ মোকাবিলা করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারলেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারবে।
ধৈর্যই পারে হতাশাকে জয় করতে।ধৈর্যই আমাদের মুক্তি দিবে সকল দুশ্চিন্তা থেকে।

মারজিয়া চৌধুরী সুপর্ণা

বাংলাদেশ সময়: ১১:১১:১১   ৬৮৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ