ই ফাইলিং এ পরপর পাঁচবার প্রথম স্থানে ফরিদপুর জেলা প্রশাসন

Home Page » প্রথমপাতা » ই ফাইলিং এ পরপর পাঁচবার প্রথম স্থানে ফরিদপুর জেলা প্রশাসন
শুক্রবার, ১০ জুলাই ২০২০



ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধিঃ

ই ফাইলিং এ পরপর পাঁচবার প্রথম স্থানে অনড় রয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। জুন মাসের কার্যক্রমের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২০ একসেস টু ইনফরমেশন (এ টু আই) এ তথ্য প্রকাশ করে। ফলাফলে ১ জুন থেকে ৩০ জুন, ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরিদপুর ফরিদপুর জেলা প্রশাসন ২৮ হাজার ৫ শত ৫ টি ডাক নিষ্পন্নের মাধ্যমে প্রথম স্থান অর্জন করে। একই সাথে ফরিদপুর জেলা প্রশাসনে স্ব উদ্যোগে সৃজিত নোটের সংখ্যা ৪ হাজার ৩ শত টি, ডাক থেকে সৃজিত নোট ৩ হাজার ৮ শত ৫৩ টি, মোট পত্রজারী ৩ হাজার ৫ শত ৮৫ টি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম স্থান অর্জন করে ফরিদপুর জেলা প্রশাসন। এরপরে মার্চ, এপ্রিল ও মে মাসেও দেশের সেরা ২৫ টি জেলার মধ্যে ফরিদপুর প্রথম স্থানে অর্জনে অনড় অবস্থানের ধারাবাহিকতা রক্ষা করে। সূত্র জানায়, করোনা দুর্যোগ এবং সরকারি সাধারণ ছুটির মধ্যেও জনসেবা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ফরিদপুর জেলা প্রশাসন। বৈশ্বিক দুর্যোগ করোনা সংক্রান্ত সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য সেবায় সতর্ক দৃষ্টি, কর্মহীন ও দু:স্থ্যদের জরুরী ত্রান তৎপরতাসহ নানা ক্ষেত্রে জনসেবা অব্যাহত রাখার সাথে সাথে ইলেকট্রনিক ফাইলিং (ই ফাইলিং) এর কার্যক্রম অব্যহত রাখা হয়।

দেশের ৬৪ টি জেলার মধ্যে ই ফাইলিং এ ‘এ’ ক্যাটাগরির জেলা ২৫ টি। এই ২৫ টি জেলার মধ্যে গত ৫ মাসের মত এবারে মে মাসের ফলাফলেও প্রথম স্থানে অনড় থাকে ফরিদপুর জেলা প্রশাসন। কার্যালয়ের কর্মরতরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহিত ই ফাইলিং কার্যক্রম আমরা সানন্দে গ্রহন করি। এই পদ্ধতিতে কাজ গতানুগতিক কাজের চেয়ে সুবিধাজনক। বন্ধের দিনে বা গভীর রাতেও বাসায় বসে কাজ করা যায়। জেলা প্রশাসক অতুল সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা প্রশাসক অতুল স্যার আমাদের টিম লিডার। তার সুনিদ্দিষ্ট দিক নির্দেশনার আলোকে আমরা সকল কর্মকর্তা-কর্মচারী নব উদ্যোমে কাজ শুরু করি। সকলের কর্ম প্রচেষ্টায় আমরা পরপর পাঁচবার প্রথম স্থান অর্জন করতে পেরেছি। তারা জানান, গত বছরের ২৩ জুন ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন জনাব অতুল সরকার। প্রথম থেকেই তিনি জনসেবার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা সকলে কর্ম পরিকল্পনার মাধ্যমে কাজের গতি বাড়িয়ে এগিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৪১   ৫৬৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ