“করোনার থাবায় বাতিল এশিয়া কাপ!”-সৌরভ গাঙ্গুলি

Home Page » অর্থ ও বানিজ্য » “করোনার থাবায় বাতিল এশিয়া কাপ!”-সৌরভ গাঙ্গুলি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০



Bongo-news

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সবগুলো দ্বিপাক্ষিক সিরিজই স্থগিত হয়েছে। বাকি রয়েছে শুধু এশিয়া কাপ। তবে এটিও স্থগিত হতে পারে সে নিয়ে শঙ্কার কোনো কমতি নেই।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেই দিয়েছেন বাতিল হয়ে গেছে এশিয়া কাপ। যদিও এনিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

উল্লেখ্য, সূচি অনুযায়ী এশিয়া কাপ সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে। টি-টোয়েন্টি সংস্করণে ৬ দলের এই টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে থাকছে পাকিস্তান।

Bongo-news

মঙ্গলবার নিজের জন্মদিন উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এবারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তারপরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

সাক্ষাৎকারে ওঠে আসে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ। বৈশ্বিক এই আসরটি হবে কিনা, সে নিয়ে এখনো দোলাচলে ভুগছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। গাঙ্গুলিও বলছেন তাদের সময় দরকার, ‘টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলে মেলবোর্নকে ছাড়াই করতে পারে আইসিসি।

বিশ্বকাপ হবে কিনা, তা পুরোপুরি আইসিসির সিদ্ধান্ত। আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভালোভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনো সম্ভাবনা আছে কি না। বিশ্বকাপের মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।’

বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৯   ৫৭২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ