টেবিলের তিন নম্বরে চেলসি

Home Page » খেলা » টেবিলের তিন নম্বরে চেলসি
বুধবার, ৮ জুলাই ২০২০



 ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক, বঙ্গ-নিউজ-

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াল ক্রিস্টাল প্যালেস। কিন্তু শেষ রক্ষা হলো না। রোমাঞ্চকর ম্যাচ জিতে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। চেলসির হয়ে একটি করে গোল করেন অলিভিয়ে জিরুদ, ক্রিস্টিয়ান পুলিসিক ও ট্যামি আব্রাহাম। ক্রিস্টাল প্যালেসের দুই গোলদাতা উইলফ্রেড জাহা ও ক্রিস্টিয়ান বেনটেক।

প্রথম দেখায় গত নভেম্বরে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল চেলসি।

ফাইল ছবি

ম্যাচের ষষ্ঠ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন জিরুদ। ডান দিক দিয়ে বল নিয়ে ভেতরে ঢুকে ছয় গজ বক্সের সামনে বাড়ান উইলিয়ান। ছুটে গিয়ে প্রথম স্পর্শে জালে পাঠান জিরুদ। আগের ম্যাচে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারানোর দিনেও দলের প্রথম গোল করেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

গোল হজমের পাশাপাশি একটি ধাক্কাও খায় ক্রিস্টাল প্যালেস। চোট নিয়ে মাঠ ছাড়েন সাবেক চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিল।
নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত চেলসির। উইলিয়ানের কর্নার থেকে ডিফেন্ডার কুর্ত জুমার হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

২৭তম মিনিটে দারুণ এক গোলে স্কোরলাইন ২-০ করেন পুলিসিক। জিরুদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ দিকে ডি-বক্সের ভেতরে বাড়ান উইলিয়ান। বল নিয়ে একটু এগিয়ে গিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে ফাঁকি দেন আমেরিকান মিডফিল্ডার পুলিসিক।

৩৩তম মিনিটে উইলিয়ানের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে জাহার দুর্দান্ত এক গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন আইভরি কোস্টের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ আসে চেলসির সামনে। ডান দিক থেকে রিস জেমসের দারুণ এক ক্রসে জিরুদের হেড উড়ে যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে।

৭১তম মিনিটে ব্যবধান বাড়ান খানিক আগে জিরুদের বদলি নামা ট্যামি আব্রাহাম। ডি-বক্সের সামনে থেকে রুবেন লোফ্টাস-চিকের পাস বাঁ দিকে পেয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড।
অবশ্য পরের মিনিটেই বেনটেকের গোলে আবার ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে ক্রিস্টাল প্যালেস।

পাঁচ মিনিটের যোগ করা সময়ের শেষ মিনিটে সমতাসূচক গোলও পেতে পারত তারা। কিন্তু স্কট ড্যানের হেড ফিরে আসে পোস্টে লেগে। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এই জয়ে ৩৪ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ল্যাম্পার্ডের দল। টানা চতুর্থ হারে ৪২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস।

৩৩ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা লিভারপুল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৩   ৫৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ