সিলেটে হতে পারে বিশ্বকাপ বাছাইয়ের সকল ম্যাচ

Home Page » খেলা » সিলেটে হতে পারে বিশ্বকাপ বাছাইয়ের সকল ম্যাচ
সোমবার, ৬ জুলাই ২০২০



  ফাইল ছবি

পবিত্র সরকার ,  সিলেট প্রতিনিধিঃ ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি গত ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হওয়ার কথা ছিলো। কিন্তুু করোনাভাইরাসের কারণে ম্যাচটি স্থগিত হয়ে যায়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো পুনরায় শুরু করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন সূচিতে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন ম্যাচটি সিলেট আর পাবে না। ঢাকায় হবে।তবে এবার জানা গেলো ঢাকাতে নয়, সিলেটেই হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচটি।

আগামি ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কেন্দ্রীয় সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৮ অক্টোবর ম্যাচটি আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তাতে ম্যাচটি আয়োজনের প্রস্তুুতি নিতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে নির্দেশনা দিয়েছে বাফুফে। চাইলেও ম্যাচটি ঢাকায় আয়োজন সম্ভব নয়।

কারণ বাফুফে থেকে ম্যাচটির ভেন্যু হিসেবে আগেই সিলেট জেলা স্টেডিয়ামকে নির্বাচিত করা হয়েছে। ফিফাও জেলা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের জন্য অনুমতি দিয়েছে। ফুটবল ফেডারেশন তাই সিলেটেই ম্যাচটি আয়োজন করছে। তবে ওই সময় দর্শকেরা গ্যালারিতে প্রবেশ করতে পারবেন কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। করোনার সংক্রমণ অব্যাহত থাকলে ম্যাচটি দর্শক শূন্য স্টেডিয়ামেই হবে।

২৬ মার্চ ম্যাচটি সিলেটে দেওয়া হয়েছিলো, ঢাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থাকায়। সেদিন ম্যাচটি হয়নি। আগামি ৮ অক্টোবর নতুন সূচিতে হবে ম্যাচটি। অনেকেই ধারণা করে ছিলেন, অক্টোবরে হোম অব ফুটবল ফ্রি থাকবে। তাই সিলেটে ম্যাচ দেওয়া হবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ঢাকার বাইরে ম্যাচটি আয়োজন করতে চাইবে না। তবে সব শঙ্কা উড়িয়ে সিলেটই আয়োজন করছে বিশ্বকাপ বাছাইয়ের ঐতিহাসিক ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৭   ৫৭৮ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ