সিলেট নগরীর মদিনা মার্কেট,কালীবাড়িতে দু-পক্ষের মধ্যে হামলা

Home Page » সারাদেশ » সিলেট নগরীর মদিনা মার্কেট,কালীবাড়িতে দু-পক্ষের মধ্যে হামলা
সোমবার, ৬ জুলাই ২০২০



ফাইল ছবি

সিলেট প্রতিনিধি, বঙ্গনিউজঃ    সিলেট নগরীর মদিনা মার্কেট কালীবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আদম শাহ মসজিদ মার্কেটের অফিসসহ বেশ কয়েকটি দোকান কোঠা ভাংচুর করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ও ছাত্রলীগ নেতা পরিচয়ধারী বাবলুর মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

সর্বশেষ শনিবার রাতে কালিবাড়ি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত চালককে তার মালিক হাসপাতালে নিয়ে যান। এসময় অটোরিকশাটি ইমরানের জিম্মায় রাখা হয়। রাতে বাবলুকে সাথে নিয়ে অটোরিকশা মালিক তার গাড়িটি নিতে আসলে ইমরান সেটি দেননি। এ নিয়ে রোববার দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করে।

এর প্রেক্ষিতে আজ রোববার রাত ৯টার দিকে সদ্য জেল থেকে ছাড়া পাওয়া বাবলু ও তার সহযোগীরা ইমরানের এলাকায় এসে ভাংচুর চালায়। এসময় কালীবাড়ি এলাকাস্থ আদম শাহ মসজিদ মার্কেটের অফিসসহ বেশ কয়েকটি দোকানকোঠা ভাংচুর করে তারা। ঘটনার সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ওসি অকিল উদ্দিন জানান, একেবারে তুচ্ছ বিষয় নিয়ে দুপুরে ইমরান ও বাবলুর পক্ষ থানায় আলাদা দুটি অভিযোগ দায়ের করে। এর জের ধরেই রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে অপর একটি সূত্র জানায়- কালীবাড়ি সড়ক মুখে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ইমরান ও বাবলুর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। ওই বিরোধ থেকেই দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৫:২৪   ৬৯১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ