ভালো নেই জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ

Home Page » জাতীয় » ভালো নেই জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ
রবিবার, ৫ জুলাই ২০২০



সংগৃহীত ছবি-শিব নারায়ণ দাশ      স্বপন চক্রবর্তী,বঙ্গ=নিউজ: করোনাভাইরাস মহামারীর মধ্যে অসুস্থ শিব নারায়ণ দাশ পরিবার নিয়ে সংকটে পড়েছেন বলে জানিয়েছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘স্পিক আউট’। এই পরিবারের জন্য অর্থ সংগ্রহে নেমেছে তারা। স্বাধীনতার আন্দোলন যখন তুঙ্গে সেই সময় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকার নকশা যিনি করেছিলেন, সেই শিব নারায়ণ দাশ ভালো নেই।

শারীরিকভাবে অসুস্থ শিব নারায়ণ দাশ রাজধানীর মনিপুরীপাড়ায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করেন। ছেলেটি একটি দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়েছেন।

‘স্পিক আউট’-এর সিনিয়র ম্যানেজার সুমাইয়া শামসুদ্দোহা জানান, পরিবারের প্রাত্যহিক ব্যয় নির্বাহের পাশাপাশি ওষুধ, বাজার খরচ ও বাসা ভাড়া নিয়ে সমস্যায় পড়েছেন মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ।

তিনি বলেন, “জাতীয় পতাকার ডিজাইনারের জন্য আমরা একটা প্রচেষ্টা নিয়েছি, পাশে দাঁড়িয়েছি। আমরা চাই, সরকারি-বেসরকারি উদ্যোগে এ মহান ব্যক্তির জন্য স্থায়ী সহযোগিতা আসুক। তার পরিবারের নিয়মিত খোঁজ-খবরও রাখছি আমরা।”

বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে  শিব নারায়ণ দাশ বলেন, “কষ্টের মধ্যে বেঁচে আছি, এটাই আর কি। এর বেশি কিছু আমি বলতে চাই না। আমার বলার কিছু নেই।”

অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি অসুস্থ। শরীরটা এই ভালো, এই খারাপ। কিছুক্ষণ আগেও ঘুমিয়ে ছিলাম, আবার জেগে উঠেছি। এভাবে চলছে।”

অসুখটা কি প্রশ্ন করা হলে শিব নারায়ণ দাশ বলেন, “এটা আমার শ্বাসকষ্ট। ঔষধপত্র খেয়ে চলি।”

শিব নারায়ণ দাশের তৈরি করা বাংলাদেশের মানচিত্র সম্বলিত এই পতাকা ধরেই হয়েছিল স্বাধীনতার সংগ্রাম।শিব নারায়ণ দাশের তৈরি করা বাংলাদেশের মানচিত্র সম্বলিত এই পতাকা ধরেই হয়েছিল স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। লাল-সবুজের ভেতরে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ওই পতাকার নকশা করেছিলেন সে সময়ের ছাত্রলীগ নেতা শিব নারায়ণ দাশ। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ১৯৮ নম্বর কক্ষে বসে পতাকার এই নকশা করেছিলেন তিনি।
স্বাধীনতার পর ১৯৭২ সালে সরকার শিল্পী কামরুল হাসানকে পতাকার বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলে। কামরুল হাসান শিব নারায়ণ দাশের আঁকা মানচিত্র সম্বলিত পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে যে পতাকাটি ডিজাইন করেন সেটিই এখন বাংলাদেশের জাতীয় পতাকা।

কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা দিবসের এক অনুষ্ঠানে পতাকার মাঝে মানচিত্র আঁকার কারণ ব্যাখ্যা করে শিব নারায়ণ দাশ বলেছিলেন, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা আলাদা করে নির্দিষ্ট ভূখণ্ড বোঝাতে মানচিত্রটি দেওয়া হয় এবং স্বাধীনতার পরে মানচিত্রটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল।

মানচিত্র সরানোর কারণ তুলে ধরে তিনি বলেন, “পতাকা সঠিকভাবে তুলে ধরা জাতির কর্তব্য। কিন্তু মানচিত্র থাকায় পতাকাটি আঁকা অনেক কঠিন এবং বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি। তাই সহজ করে পতাকা আঁকার জন্য মানচিত্রটি সরানোর সিদ্ধান্ত হয়েছিল।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে বাংলাদেশ নিয়ে অনুভূতি জানতে চাইলে ক্ষোভের সুরে শিব নারায়ণ দাশ বলেন, “আমার কোনো অনুভূতি নেই। কিসের অনুভূতি? অনুভূতি কষ্টে বেঁচে আছি আর কি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।”

শিব নারায়ণ দাশের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র জীবনে তিনি ‘শিবু দা’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

শিব নারায়ণ দাশের পরিবারের জন্য সহযোগিতার আহ্বান জানিয়ে স্পিক আউট বলেছে, “শিব নারায়ণ দাশ আমাদের জাতীয় পতাকার রূপকার| ডিজাইনার।| অবিভক্ত কুমিল্লায় তিনি ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার অনেক সহযোদ্ধা জাতীয় পতাকা উড়িয়ে, পাজেরো হাকিয়ে, হুইসেল বাজিয়ে রাস্তায় দৌড়ান। আর তিনি জীবনের আশা ছেড়ে দিয়ে, অনাদরে অবহেলায়, খেয়ে না খেয়ে, অসুস্থ হয়ে মৃত্যুর প্রহর গুনছেন।

“চলুন আমাদের সবার অহংকার জাতীয় পতাকাকে ভালোবেসে, তাকে আঁকড়ে ধরে রাখতে মানুষটির পাশে দাঁড়াই, সহায়তার হাত বাড়িয়ে দিই।

“আমরা সকলেই আজ সংকটে।| জমানো অর্থে টান পড়েছে কবেই। তারপরও বলছি, চা সিগারেটে বাড়তি খরচ না করে ওই টাকাটুকু দিয়েই না হয় সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই। যে যা পারি, তাই নিয়ে সহায়তা করি তা সে ১০ টাকাই হোক, অথবা ১০০ টাকা কিংবা ৫০০ টাকা- যার যা সামর্থ্য তাই দিয়ে পাশে দাঁড়াই, সম্মান জানাই।”

সহায়তা পাঠাতে একটি মোবাইল নম্বর দিয়েছে স্পিকআউট। 01766523124- এই নম্বরে বিকাশ, নগদ ও রকেট- এর মাধ্যমে টাকা পাঠানো যাবে শিব নারায়ণ দাশের জন্য।

বাংলাদেশ সময়: ১১:২১:৪৫   ৯১২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ