বিষন্নতার মধ্যে আলোর ছায়া পাই - মোজাফফার বাবু

Home Page » সাহিত্য » বিষন্নতার মধ্যে আলোর ছায়া পাই - মোজাফফার বাবু
বুধবার, ১ জুলাই ২০২০



 আলোর ছায়া

আকাশের চাঁদটা মেঘের সাথে লুকোচুরি খেলছে। অবাক জোৎস্না বেলকুনির ভেতরে এসে গায়ে পরছে।

সারা শরীরটা চাঁদ ও জোৎস্নার রং এ রাঙিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে মাথার টিকিতে এসে পরেছে চাঁদ, সে উদ্ভাসিত আলোতে আলোকিত হয়ে পড়েছে বিশ্ব নিখিল৷

বেলকুনির ভিতর ঘুঘু পাখি টা খাবার খাচ্ছে কিছুক্ষন পর পর ডাকে, মাঝে মাঝে আমার সাথে চোখাচোখি করে। সে যেন বলছে , রাত হল ঘুমাতে যাও , আম্মা রাগ হবে ।
বেলকুনিতে বসে আছি নীরব নিভৃতে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক । টক্ক সাপটা ও কম যাচ্ছে না ।
সে ও টক্ক টক্ক করে ডাকতে শুরু করেছে । যা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আগে এসব ডাক অচিনপুরে বাক্স বন্দী ছিল ।
ওরা এখন মুক্ত স্বাধীনভাবে বিচারন করছে ।পাখপাখালি গাছে গাছে দোল খায় , নীলিমায় দলোবদ্ধ ভাবে সখীর বাড়ীতে যায় ।
আজ আমরা ঘাতক ভাইরাসের আক্রান্তে তটস্থ ও শঙ্কিত , সবার নিরাপদ স্বাস্থবিধি মানা ছাড়া উপায় নেই ।
এর মধ্যে ইনবক্সে দেখি এই ছবিগুলো ।বিষন্নতার মধ্যে আলোর ছায়া পাই ।
সে আলো মনের মাধুরীতে নিরানন্দের মধ্যে আনন্দের দোলা দেয়।

বাংলাদেশ সময়: ০:৩৬:১৫   ৭১৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ