ফরিদপুরে নৌ পুলিশের এএসপির হাতে পরিবেশ অধিদপ্তরের ডিডি শারীরিক ভাবে লাঞ্ছিত

Home Page » প্রথমপাতা » ফরিদপুরে নৌ পুলিশের এএসপির হাতে পরিবেশ অধিদপ্তরের ডিডি শারীরিক ভাবে লাঞ্ছিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২০



এ এস পির হাতে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শারিরীক ভাবে লাঞ্ছিত
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে নৌ পুলিশের এ এস পির হাতে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকের শারিরীক ভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায় আজ ৩০ শে জুন মঙ্গলবার বিকাল ৪ .১৫ টায় শহরের গোয়ালচামট ১নং সড়ক সংলগ্ন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ প্রবেশ করে প্রথমে কর্তব্যরত হিসাবরক্ষণ হানিফ মোঃ উজ্জলকে গালিগালাজ করে ও চড় থাপ্পর মারে সেই সাথে পরিদর্শক তুহিন আলম ও সদ্য যোগদানকৃত মহিলা কর্মকর্তা সহকারী পরিচালক গীতা রানী দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পরে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ লুৎফর রহমান সুমিত চৌধুরীকে বাধা দিতে এলে তাকেও শারিরীক ভাবে লাঞ্ছিত করে এবং সিসি টিভির ফুটেজ এর আলামত সহ অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করার অপচেষ্টা চালায়। এ সময় ডঃ লুৎফর রহমান নিজের সম্মান রক্ষার্থে অফিস থেকে বের হয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামানের কাছে অভিযোগ করেন।
তিনি অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাকে ঘটনাস্থলে পাঠান। পরে ডিবি পুলিশ সুমিত চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে নিয়ে যান বলে জানা যায়।
এই ঘটনায় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখা তিব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন।
ড.লুৎফর রহমান বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে পরি। আমি প্রথমে বুঝতে পারিনি যা তিনি একজন বিসিএস কর্মকর্তা এবং একজন এএসপি। আমরা পাশাপাশি অফিস, তাদের দ্বারা এমন ক্ষতি হবে তা আশা করিনি। অভিযোগ দিচ্ছি, আমাদের উর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছেন তারাই ব্যবস্থা নিবেন।
নৌ পুলিশ সুপার আবদুল্লাহ আরিফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এএসপি সুমিত চৌধুরী এ রকম নেশা গ্রস্থ অবস্থায় থাকে। তার কারণে আমরা কেউ ঠিকমত অফিস করতে পারিনা। উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ৩ বার তার ব্যপারে অভিযোগ দিয়েছি। আমরা মান সম্মানের ভয়ে অফিসে আসতে পারিনা। যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমি চাই তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক। অপরাধী যেই হোক না কেন তার বিচার হতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪০   ৬১৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ