একটি মেধাবী জীবনের আকস্মিক পরিসমাপ্তি ; হত্যা না আত্মহত্যা!

Home Page » জাতীয় » একটি মেধাবী জীবনের আকস্মিক পরিসমাপ্তি ; হত্যা না আত্মহত্যা!
সোমবার, ২২ জুন ২০২০



 ঢাবি প্রতিনিধি বঙ্গনিউজঃ

সুমাইয়া খাতুন

নামঃসুমাইয়া খাতুন
বিভাগঃইসলামিক স্টাডিজ
ব্যাচঃ৯ম
সেশনঃ২০১৪-১৫
হলঃবঙ্গমাতা হল,ঢাবি
বাড়িঃনাটোর

৭ মাস আগে মারা যওয়া বাবার স্বপ্ন ছিলো মেয়ে বিসিএস ক্যাডার হবে,বাবার অপরিপূর্ণ থাকা স্বপ্ন বাস্তবায়নের জন্য বিয়ের পরও চেষ্টা করে যাচ্ছিলেন তিনি।সেখানে স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই চাইতো সে শুধু ঘরের কাজ করবে,এসব চাকরিবাকরির তারা চায়না।সাংসারিক ঝামেলা মূলত সাংসারিক কাজ নিয়ে বেশি ছিলো।২০১৯ সালের ২৪ এপ্রিল বিয়ে হয়ে যায় বোনটির।আজকেসহ ৪২ দিন হলো তার একটা বাচ্চা নষ্ট হয়ে যায়।এমতাবস্থায়, মেয়ের মা জামাইকে ২/৪ টা কথা বললে সে মেয়েকে ফোন দিয়ে বলে-”তুই বেশি বাড় বেড়ে গেছিস,ইত্যাদি বলে হুমকি-ধমকি দেয়।এই ফোনকলের পর মায়ের অনিচ্ছা স্বত্তেও মেয়ে শনিবার দুপুর ১২ঃ৩০ দিকে শ্বশুরবাড়িতে যায়।একরাত পার না হতেই লাশ হতে হয় সুমাইয়াকে।

আজ(সোমবার) সকাল ৭ঃ৩৫ মিনিটে মেয়ের শ্বশুর মেয়ের মাকে ফোন করে মেয়েকে দেখতে হসপিটালে যেতে বলে।মেয়ের কী হয়েছে জানতে চাইলে শ্বশুর বলেন,গেলেই দেখতে পারবেন।মা,আর ভাই যেয়ে দেখে হসপিটালে শ্বশুরবাড়ির কাছের কেউ নাই।কোনো দূরসম্পর্কের চাচা-চাচী ছিলো।

ময়নাতদন্ত বলছেঃগলায় ফাঁসি দিয়ে মরলে গলার কোন একপাশে দাগ থাকবে কিন্তু সেরকম কোনো দাগ ছিলোনা।পুলিশ শ্বশুরবাড়িতে গেলে সেখানে শাশুড়ী-আর ২ জন ননদকে পায়।স্বমী-শ্বশুর পলাতক।তাদের জেরা করলে তারা একেকবার একেকটা কথা বলে।ওড়না দেখায় যেটা দিয়ে ফাঁসি দিছে বলে দাবি করে।তারা বলছে সকালে দুজনে ফজর নামাজ পড়ছে একসাথে অথচ ময়নাতদন্ত বলছে সুমাইয়া মারা গেছে রাত ১২ টা নাগাদ।

এসবের উপর ভিত্তি করে পরিবারে্র সম্বল ভাই, মা জোরালোভাবে দাবি করছে এটা কখনো আত্মহত্যা হতে পারেনা, এটা নিশ্চতই হত্যা।সেজন্য পরিবার নিকটস্থ থানায় একটা হত্যা মামলা দায়ের করেছে।ভাই বলছে আমার বোন সবসময় হাদিস-কুরআন পড়ে বলতো কোন হাদিছে কী বলা হয়েছে,এমনকি আত্মহত্যা কতটা মহাপাপ, করলে তার পরিণাম পরকালে কত ভয়ানক হবে তা পরিবারকে শোনাতেন।এমনকি,ভাই জানিয়েছেন “হয়তো শ্বশুরবাড়ি থেকে টাকাপয়সার জন্য আপুকে চাপ দিতো,কিন্তু আপু তা কখনো মাকে বলেনি।যেহেতু আপু জানতো পিতা না থাকা পরিবারের অবস্থা”। শ্বশুরবাড়ির লোকজন নাকি এলাকায় প্রভাবশালী।

সুমাইয়ার মা ও ভাই, সুমাইয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সুমাইয়া খাতুন

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৯   ৮১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ