মা

Home Page » বিবিধ » মা
সোমবার, ২২ জুন ২০২০



 মা

মায়ের কোলেতে বাবার ঘরেতে ফিরেছে বহুদিন পর,
ছেলেকে আজি পাইয়া যেন ভুলিয়া গিয়াছে স্বর।
সেই যে কবে ছাড়িয়াছে বাড়ি কান্নায় কপল টলে,
আচল তাহার ভিজিয়া গিয়াছে দুই নয়নের জলে।
কতদিন মা দেখেনা তাহার সোনার ছেলের মুখ,
আজ যেন তারে পাইয়া মিলেছে ত্রিভুনের সুখ।
মনে পড়ে সেই বিরহ বেদনা ছেলের বিদায় বেলা
আচলের কোনা লুকায়িয়া বাড়ে দুঃখিনী মায়ের জ্বালা।
সেসব দিন লভিতে চাই না মায়ের মনের কোন,
ঢালিয়া দেবে ভালোবাসা যত কাঙালী মায়ের মন।
পুকুরের যত বড় বড় মাছ সব রাধা হলো বেশ,
কি কি খাবে খোকা এই নিয়ে যেন নেই ভাবনার শেষ।
গাছ পাকা আম রাখিয়া দিয়াছে খোকা খাবে এই ভেবে,
এত সব কিছু খাবে কোন ভাবে কাঁঠাল খেয়েছে সবে।
তিন মাস ধরে নয়ন ভিজেছে মায়ের চোখের জলে,
তারই উর্বরে খোকাগাছটা ভরিয়া উঠবে ফলে।
স্মরিয়া স্মৃতি হেসে ওঠে মন মায়ের বকুনি খেয়ে,
কতবারই না উঠিয়াছি গাছে পেয়ারা গাছটি বেয়ে।
স্মরিয়াছি আরো কতনা ভেঙেছি মিষ্টি রাখার হাড়ি,
লভিয়াছি যেন মায়ের হাতের কাচা কঞ্চির বাড়ি।
দেখিতে দেখিতে কাটিল সময় যেতে হবে বাড়ি ছেড়ে,
মায়ের বদন ভিজিবে আবার সময় নিয়েছে কেড়ে।
আর হবে নাকো মায়ের বকুনি খোকা কাদে তলে তলে,
ছেড়ে চলে গেলে কখনও আমায় যাবি নাতো খোকা ভুলে!

শুভ হালদার
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

---

বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৪   ১১৩৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ