মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একজন সপ্রাবি দপ্তরী কাম প্রহরীর খোলা চিঠি!

Home Page » জাতীয় » মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একজন সপ্রাবি দপ্তরী কাম প্রহরীর খোলা চিঠি!
শুক্রবার, ১৯ জুন ২০২০



মাননীয় প্রধানমন্ত্রী,

আসসালামু আলাইকুম। পত্রের প্রথমে আমাদের মুজিবীয় শুভেচ্ছা নিবেন। আশা করি, আল্লাহর রহমতে ভালো আছেন। হতাশার করাল গ্রাসে আক্রান্ত হয়ে ৩৬ হাজার ৯৮৮ জন প্রাথমিক দপ্তরী কাম প্রহরীর পরিবারের পক্ষ থেকে আপনাকে এই খোলা চিঠি লিখতে বসলাম এই আশায় যে, বৈষম্যের বেড়াজাল ছিন্নকারী, শোষিতের বন্ধু, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দীক্ষিত এই আমার মতো একজন নগণ্য মানুষের লেখা হয়তো কোন না কোন উপায়ে আপনার কাছে পৌঁছাবে।

প্রিয় জননেত্রী,

একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আপনার ভূমিকা আজ দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বের কারও কাছে অজানা নয়। আপনার মহান নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। পদ্মা সেতুর নিজস্ব অর্থায়ন থেকে শুরু করে দেশের প্রতিটি খাতে সমৃদ্ধি এনে দেয়ার একমাত্র নেত্রী যে শেখ হাসিনা তা বাংলাদেশের মানুষ অনেক আগেই জেনেছে। দেশের আপামর জনসাধারণের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল যে আপনি- তা আপনি নিজেও জানেন।

মমতাময়ী নেত্রী,

সমগ্র দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন আমরা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা দীর্ঘ ৭ বছর ধরে চরম হতাশায় নিমজ্জিত হচ্ছি। স্বাধীন বাংলাদেশে বসবাস করেও দিবা-রাত্রী ২৪ ঘন্টা ডিউটি করে আসছি। শুধু মাত্র একটি আশায়, সেটা হলো আমাদের চাকুরী জাতীয়করণ করা। আমাদের পরিবার নিয়ে দু-মুঠো ডাল ভাতের স্থায়ী ব্যাবস্থা করা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের হতাশাগ্রস্থদের মধ্যে রেখেছেন। আমরা সবাই বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সন্তান। অনুগ্রহ করে আমাদের দিকে সুনজর দিবেন এবং আগামী মুজীব বর্ষে আমাদের চাকুরীর জাতীয় করনের ঘোষনা দিবেন।

প্রিয় বিশ্বনেত্রী,

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং আপনার উন্নয়নের হাতকে ত্বরান্বিত করতে আমাদের মত আওয়ামীলীগ পরিবারের সন্তানের বিকল্প নেই। একমাত্র আওয়ামীলীগ পরিবারের সন্তান আমরা। আমাদের চাকুরী জাতীয়করণ পারে আপনার সুনিপুণ নির্দেশনা গ্রহণ করে দেশের উন্নয়নকে বেগবান করতে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা সরকারের সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সর্বশেষ বঞ্চিত হলাম চাকুরী জাতীয়করণ থেকে। অনুগ্রহ করে আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে বাচার ব্যাবস্থা করুন। আমাদের ২৪ ঘন্টা ডিউটির হাত থেকে বাঁচান। আমাদের চাকুরী জাতীয়করণের ব্যাবস্থা করুন।

প্রিয় মাদার অব হিউম্যানিটি,

আপনার সুবিবেচনাপূর্ণ একটি সঠিক পরামর্শই পারে এই সমস্যার সমাধান ও ৩৬ হাজার ৯৮৮ জন দপ্তরী কাম প্রহরী পরিবারের হতাশা দূর করতে। প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের চাকুরী জাতীয়করণের সুযোগ করে দিবেন- সে আশা আমরা আপনার কাছেই করতে পারি। কারণ আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না।

অবশেষে আপনার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ইতি-
বাংলাদেশের সকল দপ্তরী কাম প্রহরীদের পক্ষে,
মোঃ পারভেজ,
২৯ নং রাহুতকাঠী সঃপ্রাঃবিঃ
নেছারাবাদ, পিরোজপুর।

ফাইল ছবি

বাংলাদেশ সময়: ১২:২৩:০২   ২১১১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ