বিশ্বকাপ আয়োজনে অপারগতা অস্ট্রেলিয়ার.!!

Home Page » ক্রিকেট » বিশ্বকাপ আয়োজনে অপারগতা অস্ট্রেলিয়ার.!!
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০



ফাইল ছবি

প্রতিবেদক বঙ্গনিউজঃ

টি-২০ বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তার আঁধার আরো ঘনিয়ে আসছে দিনেদিনে। স্বাগতিক অস্ট্রেলিয়াই পিছু হটছে আয়োজন থেকে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত।

২০২০, বছরটাই যেন এক দুঃস্বপ্নের নাম! সংক্রামক কোভিড-১৯ এর আক্রমণে গোটা বিশ্বই যেন থমকে গেছে।
করোনাভাইরাসের হানায় স্থবির ক্রীড়াজগত। শঙ্কার মুখে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও।
আইসিসির সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা অস্ট্রেলিয়ায়। কিন্তু, করোনার কারণে বিশ্বকাপের সূচিও বাতিল হওয়ার পথে।

অস্ট্রেলিয়ায় এখনও করোনা নিয়ন্ত্রণে আসেনি। করোনা উদ্বেগের মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। করোনা পরিস্থিতিতে ১৬ দলকে নিয়ে অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট আয়োজন করা যে কার্যত অবাস্তব তা স্বীকার করে নিচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস।

এদিকে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। সরকার ইতিমধ্যেই তাদের দেশকে করোনা মুক্ত ঘোষণা করেছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ডেও আয়োজন করা যেতে পারে। এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী রবার্টসন জানান, “সিদ্ধান্ত নেবে আইসিসি। বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুণভাবে আয়োজন করেছে। ধারণা করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপও ঠিকঠাক হবে। তবে আমরা এখন আগামী বছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্যস্ত।”

বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে কয়েকদফা আলোচনা করেও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি আইসিসি। সর্বশেষ গত ১০ই জুন আইসিসি বোর্ডসভায় জানানো হয়েছে, আরও একমাস সময় নিয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৩:১৪:৩৯   ৭৫৯ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ