হাওরসাহিত্য

Home Page » সাহিত্য » হাওরসাহিত্য
রবিবার, ১৪ জুন ২০২০



---

হাওরসাহিত্য

হাওর ও হাওর পারের জনমানুষের জীবনাচরন,জীবনানুভূতি,ইতিহাস,ঐতিহ্য, সাহিত্য,সংস্কৃতি, সুখ,দুঃখ,আনন্দ,বেদনা,সমস্যা ও সম্ভাবনা নির্ভর যে সাহিত্য সেটাই হচ্ছে “হাওরসাহিত্য”।এই সাহিত্য শাখার প্রবক্তা মূলত হাওরকবি জীবন কৃষ্ণ সরকার। এই সাহিত্য চর্চা অনেক আগে থেকেই লোক মূখে প্রচলিত হলেও এগুলোকে সবাই লোক সাহিত্য বলে মনে করতেন ।কিন্তু হাওর মূলত নিজস্ব সাহিত্য সংস্কৃতির উপরই দাঁড়িয়ে রয়েছে।হাওরের মানুষের সাথে যেমন অন্য এলাকার মানুষের জীবনাচরণ,রুটি রোজগারের পদ্ধতি মিলেনা ঠিক তেমনি হাওরের ভূগোলিক কাঠামো,পরিবর্তন,পরিবর্ধন অন্য ভূ-অঞ্চলের সাথে মিলেনা।তাই সত্যিকার অর্থেই হাওরের সাহিত্যের সাথেও অন্য এলাকার সাহিত্যের রয়েছে ব্যাপক অমিল।উদাহরণ হিসেবে বলা যেতে পারে জীবন কৃষ্ণ সরকার রচিত দুটি কাব্যগ্রন্থ “হাওরবিলাপ” ও “হাওর মোদের জীবন মরণ”। বই দুটিতে আমরা হাওরবাসী,বাতাসে লাসের গন্ধ,হাওরপাড়ের মানুষ,হাওরবিলাপ,জাঙ্গাল ভাঙ্গার পানি,হাওর পারের মানুষ,হাওর থেকে বলছি ইত্যাদি কবিতাগুলো স্পষ্টত “হাওরসাহিত্য”, এগুলো দেশের অন্য অঞ্চলের কবিতার সাথে ব্যাপক পার্থক্য রয়েছে।বিগত ২০১৬ সাল থেকে হাওরকবি জীবন কৃষ্ণ সরকার  হাওরসাহিত্য নিয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় গত ২০১৭ সালে তাঁর নিজ জন্মভূমে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা বাজার সদরে “কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার” নামে হাওরসাহিত্য ভিত্তিক দেশের প্রথম পাবলিক পাঠাগারটি প্রতিষ্ঠা করেন।যেখানে হাওর ভিত্তিক লেখাগুলোকে একটা পৃথক বুকসেল্ফের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।এছাড়াও তিনি হাওরসাহিত্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গত ২০১৮ সালে “হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে হাওরের সাত জেলা সুনামগঞ্জ,হবিগঞ্জ,সিলেট,মৌলভীবাজার,কিশোরগঞ্জ,নেত্রকোনা,ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপকভাবে হাওরসাহিত্য বিষয়ক সকল লেখা ও ভিডিও সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

হাওরকবি’র ভাষ্যমতে এতোকাল হাওরের সাহিত্যকে লোক সাহিত্য বলে চালিয়ে গেলেও প্রকৃতপক্ষে হাওরসাহিত্যের রয়েছে তার নিজস্ব অবস্থান।যেমন হাওরের লোক মুখের কথাগুলো লোক সাহিত্য হলেও হাওরের জাঙ্গাল,বেঁড়িবাধ,বিল, ধান,শস্য উৎপাদন সহ বিভিন্ন বিষয় নিয়ে ইদানিং বিভিন্ন লেখকরা লিখে যাচ্ছেন যা কখনোই লোকসাহিত্যের কাতারে পরেনা। তাই এগুলো হাওরসাহিত্য হিসেবেই বাংলা সাহিত্যে সগৌরবে স্থান করে নেবে।তাই এ ব্যাপারে হাওরকবি সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১১:৫৮:২২   ৫৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ