ফরিদপুরে গ্রেফতারকৃত বরকত ও রুবেলকে তাদের স্ব স্ব পদ থেকে বহিস্কার

Home Page » প্রথমপাতা » ফরিদপুরে গ্রেফতারকৃত বরকত ও রুবেলকে তাদের স্ব স্ব পদ থেকে বহিস্কার
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০



 সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল

ব্যুরো চিফ, ফরিদপুর:  ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি পদ হতে ইমতিয়াজ হাসান রুবেল ও তার বড় ভাই সাজ্জাদ হোসেন বরকতকে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে বহুল আলোচিত এই দুইভাইকে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ হতে স্থায়ী বহিস্কারের বিষয়টি আলোচনার জন্য জরুরী সাধারণ সভা আহ্বানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফরিদপুর প্রেসক্লাবের নির্বাহী ১ নম্বর সহ-সভাপতি শেখ ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বুধবার রাতে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী সাজ্জাদ হোসেন বরকতকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রসঙ্গত গত ১৬ মে দুপুরে ও রাতে দু দফায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগের চেষ্টা ও লুটপাটের ঘটনা ঘটে। গত ১৮ মে এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা করেন সুবল সাহা। গত ৭ জুন রাতে শহর আ.লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান, সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিল মামুনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, ২৮১ রাউন্ড গুলি, নগদ ২৯ লক্ষ টাকা, ৯৮ হাজার ভারতীয় রুপী, ৩ হাজার ডলার, ৬৫ পিচ ইয়াবা ও ছয় বোতল বিদেশী মদ ও ৬০ হাজার কেজি চাল উদ্ধার করা হয়। উল্লেখিত ঘটনার পর ফরিদপুর বাস মালিক গ্রুপ ও ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথক পৃথক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা হতে উক্ত ভ্রাতৃদ্বয়ের কারণে সংগঠনের সুনাম ক্ষুন্ন হয়েছে মর্মে বিবৃতি দেওয়া হয়। এ সুনাম ও স্বার্থ রক্ষায় সর্ব সম্মতিক্রমে সংগঠন থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে বাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান জানান, সভাপতির শূন্য পদ পূরণের জন্য একই সভায় সংগঠনের সহ-সভাপতি সুজিত কুমার সাহাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে ফরিদপুর প্রেসক্লাবে সহ সভাপতি জুবায়ের জাকির বলেন, প্রেসক্লাবের শূন্য পদে সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১৩   ৯৬৪ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ