করোনাকালের এলোমেলো ছন্দ -হাসান কল্লোল

Home Page » শিশু-কিশোর » করোনাকালের এলোমেলো ছন্দ -হাসান কল্লোল
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০



 মাস্কহীন স্বপ্নভরা মুখ

পৃথিবী ভুগছে দারুন অসুখে, আমরা থাকছি নিজের জন্য ঘরে
ঘরে থেকেও ইলিশের ঘ্রাণ থালার নীচেই
নোনা কষ্টে মরে!
আমার কন্যা গান বাঁধে,সুর দেয় হাটতে চায়
সুদিনের ফুটপাতে,
প্যারিসের সরু রাস্তায় নতুন সবুজ আলোরা
খেলবে সাহসী রাতে!
এক পিতা অকৃপণভাবে এখনো অক্সিজেনের সিলিন্ডারটা চায়!
মায়ের শাড়ীটা বেশী করে কেঁদে নাতির জন্য
বৃষ্টির কাথা বানায়!

পৃথিবী পড়েছে অচেনা পোশাক ;শত্রু তবু তাকে
বেশ চিনছে-
আমাদের সব গৌরবগাথার শেকড় ধরে অদৃশ্য
টান দিচ্ছে!
তথাপি জরুরি বিজ্ঞপ্তি:
খুব বেশীদিন তোমার প্রতাপ থাকবেনা গোপন হন্তারক করোনা মহাশয়
আমাদের আছে মানুষ হিসেবে শ্রেষ্ঠ প্রাণীর
তকমা
হেরে যাওয়া কোন ডাইনোসার বা পেলিকেন পাখী ভেবোনা,…
বানিয়েছি শততলা ভবনের সৌকর্য ,মরুতে বিস্ময় হাতে পিরামিড চুড়া
আমরা দুচোখে সন্ধিষ্নু, মগজে অনন্ত বুদ্ধি
পান করি বিজ্ঞানের সুরা!!
অতিলোভী,নীরব ছদ্মবেশী অজস্র স্বপন হরনকারী করোনা-
দয়া করে সাত তাড়াতাড়ি চলে যাও
পৃথিবীকে এগুতে দাও।
বিচলিত বিড়ম্বিত কোরো না,দাও বাঁচতে,দাও সুখ।।
আমাদের কিশোরী মেয়েটিকে নির্ভয়ে গাইতে দাও-
সবাইকে দেখতে দাও ছেলেটির মাস্কহীন স্বপ্নভরা মুখ!!

হাসান কল্লোল

বাংলাদেশ সময়: ৯:০১:০৫   ৫৬৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিশু-কিশোর’র আরও খবর


আজ মৃদু হাসি দিবস
জন্মের সময়ে হাসপাতালে অদলবদল হয়ে যাওয়া শিশুই হয়ে গেল জীবনসঙ্গী
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ এর জাতীয় পর্যায়ে একান্ত ঐতিহ্য’র সাফল্য
কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা
গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবতার একতার আরেকটি প্রগাম সম্পন্ন
আজ স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকাদান শুরু
দেশে আশংকাজনক আত্মহত্যা বাড়ছে তরুণদের মধ্যে
শেখ রাসেল দিবস; ৫৮তম জন্মদিন
ঝিনাইদহে এক ঘন্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নবম শ্রেণির ছাত্রী অরিন

আর্কাইভ