ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আরও দু’জন করোনায় আক্রান্ত

Home Page » বিবিধ » ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আরও দু’জন করোনায় আক্রান্ত
বুধবার, ১০ জুন ২০২০



 ফাইল ছবি

আবুল কালাম আজাদ, বঙ্গ-নিউজঃ     ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আরও দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ (৪৮), অপরজন নারী (২২)। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জনে।

এর আগে গত এপ্রিল ও মে মাসে উপজেলায় ঢাকা ও কক্সবাজারে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২ যুবক এবং ৮ জুন এক পিবিআই কর্মকর্তা করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে একজন সুস্থ্য হয়েছেন। অন্য দু’জন নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

বুধবার নতুন দু’জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামিনুর রশিদ। তিনি জানান, আক্রান্তদের একজন গত দুই সপ্তাহ ধরে জ¦র ও শ্বাসকষ্টে ভুগছেন। অন্যজন ২২ বছর বয়সী এক নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। গত ৮ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরে বুধবার সকালে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৯২ জনের নেগেটিভ ও ৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

নতুন আক্রান্ত ব্যক্তির স্ত্রী মুঠোফোনে জানান, তার স্বামী গত ১৩ দিন ধরে জ্বরে ভুগছেন। ডাক্তারের পরামর্শে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি আরও জানান, তার স্বামী কখনও বাইরে যান না। করোনাকালীন সময়ে তিনি নিয়মিত বাসায় নামাজ আদায় করেন। তাদের বাড়িতে বাইরে থেকেও কখনও মানুষজন আসেন না। প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট থাকায় চিকিৎসকের পরামর্শে নমুনা দেওয়ার পর বুধবার তার স্বামীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে আক্রান্ত ওই নারীর বাবা জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসায় ঢাকায় নেওয়ার জন্য ডাক্তারের পরামর্শে নমুনা দেওয়ার পর বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার মেয়ের শরীরে কোন করোনা উপসর্গ নেই বলেও তিনি জানান।

এ ব্যাপারে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বলেন, করোনা আক্রান্ত ওই দু’জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৩   ৬৯১ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ