মনস্থির করেও পদত্যাগ করলেন না এমপি রনি

Home Page » জাতীয় » মনস্থির করেও পদত্যাগ করলেন না এমপি রনি
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৩



130720162230_bangla_golam_mawla_rony_304x171_focusbangla_nocredit.jpgবঙ্গ-নিউজ ডটকমঃগোলাম মাওলা রনি এমপির সংসদ সদস্য পদ খারিজের দাবিতে সাংবাদিকদের মানব বন্ধনবাংলাদেশে সাংবাদিক পেটানোর অভিযোগে বিপর্যস্ত সরকার দলীয় এমপি গোলাম মাওলা রনি বিবিসিকে বলেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েও স্পিকারের সাথে সাক্ষাতের পর সিদ্ধান্ত বদলেছেন।

সম্প্রতি ঢাকার একটি টিভি চ্যানেলের দুজন সাংবাদিককে মারধোর করার অভিযোগে, মি রনির ওপর নানামুখী চাপ তৈরি হয়েছে।
সম্পর্কিত বিষয়

সাংবাদিক ইউনিয়নগুলো তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি করেছে।

এই প্রেক্ষাপটে এমপি রনি আজ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে লেখেন, সম্ভবত তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করতে চলেছেন। “সাধারণ একজন মানুষ হিসাবে আমি ষড়যন্ত্রের মোকবেলা করতে চাই।”

কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে দেখা করার পর তিনি বিবিসি বাংলার কাদির কল্লোলকে বলেন, স্পিকার মনে করেন না তার জন্য জন্য সংসদ বিব্রত।

“আমি স্পিকারকে বলেছিলাম, আমার কারণে সংসদ বিব্রত হলে আমি পদত্যাগের জন্য প্রস্তুত। কিন্তু স্পিকার বলেন, আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে এ মুহূর্তে সংসদের বিব্রত হওয়ার কোন কারণ নেই। আপনার মামলা কোর্টে নিষ্পত্তি হওয়ার পরই প্রশ্ন উঠবে সংসদ বিব্রত কি না।”

মি রনি বলেন, ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং তার মামলায় একজন সংসদ সদস্য হিসাবে তার অধিকারগুলো তিনি স্পিকারের কাছে জানতে চেয়েছিলেন।

পটুয়াখালী থেকে নির্বাচিত এই এমপি বলেন তার দল আওয়ামী লীগ তাকে নিয়ে বিব্রত হলে, তিনি দল তেকে পদত্যাগে প্রস্তুত।

“দল যদি বলে দল বিব্রত, দল যদি নির্দেশ দেয়, আমি সেটা করবো।”

অবশ্য এমপি রনি বলেন, তিনি মনে করেন না দল তাকে নিয়ে বিব্রত। “বিব্রত হওয়ার প্রশ্নই আসেনা, দলের উচ্চ পর্যায়ের সাথে আমার কথা হয়েছে। আমি তাদেরকে সব বলেছি।”

“ব্যক্তি বিশেষ আমার অধিকার ক্ষুণ্ণ করেছে, অপরাধ করেছে ….আমি আমার দেহ, শরীর এবং প্রপার্টি রক্ষার জন্য সংবিধান অনুযায়ী আমার ক্ষমতা প্রয়োগ করেছি। আমি নূন্যতম অন্যায় করিনি।

তবে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসিকে বলেন, দল মি রনির আচরণে অবশ্যই বিব্রত।

“আমরা চাই সাংবাদিক এবং রাজনীতিকদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকবে। সেখানে ব্যত্যয় হয়েছে। সেকারণে আওয়ামী লীগ বিব্রত।”

মি হানিফ বলেন, এমিপ রনির ব্যাপারে সিদ্ধান্ত নিতে শীঘ্রই দলের ওয়াকিং কমিটির বৈঠক হবে।

বাংলাদেশ সময়: ২১:৫০:৪৬   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ