ফরিদপুরে আ’লীগ সাধারণ সম্পাদক সহ আটক-৯ অস্ত্র, মদ, নগদ অর্থ ও চাল জব্দ

Home Page » প্রথমপাতা » ফরিদপুরে আ’লীগ সাধারণ সম্পাদক সহ আটক-৯ অস্ত্র, মদ, নগদ অর্থ ও চাল জব্দ
সোমবার, ৮ জুন ২০২০



প্রেস ব্রিফিং করছেন এসপি আলিমুজ্জামান
ব্যুরো চিফ, ফরিদপুর:
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় ফরিদপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল সহ ক্ষমতাসীন দলের নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ১০ টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি শর্টগান, ৫টি বিদেশী পিস্তল, ৯১ রাউন্ড গুলি, ১৮০ টি কার্তুজ, ৬ বোতল বিদেশী মদ, ৩ হাজার ইউএস ডলার ও ৯৮ হাজার ভারতীয় রুপি, বাংলাদেশী ২৯ লক্ষ টাকা, ৬০ হাজার কেজি চাউল ও পাঁচটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এছাড়া রুবেলের বসত ঘরের খাটের পাশের বক্সের ড্রয়ার থেকে ৬৫ টি ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনা ছাড়াও তাদের বিরুদ্ধে টেন্ডারবাজী, ভুমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেগুলোর বিষয়ে তদন্ত চলছে।
এখন তাদের আদালতে পাঠানো হবে রিমান্ডের আবেদন জানিয়ে। তাদের সাথে গ্রেফতারকৃত অন্যরা হলেন, সহযোগী রেজাউল করিম বিপুল, আওয়ামীলীগ নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা মন্ডল, ছাত্রলীগ নেতা এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, বর্ধিত ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খান।
এদিকে, সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতারের খবরে আনন্দ মিছিল বের করে দীর্ঘদিন যাবৎ অবহেলিত থাকা আওয়ামীলীগের একাংশ। ফরিদপুর প্রেসক্লাবের সামনে সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মনিরুল হাসান মিঠু, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলা হয়। এ ঘটনায় তার পরিবার থেকে গত ১৮ মে একটি মামলা করা হয় থানায়। সেই মামলায় গোয়েন্দা তদন্তে তাদের নাম আসে। এরপরই তাদেরকে আটক করা হলো।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:১৫   ১৬২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ