করোনায় মৃত্যু ৩০ জন, আক্রান্ত ২৮২৮

Home Page » স্বাস্থ্য ও সেবা » করোনায় মৃত্যু ৩০ জন, আক্রান্ত ২৮২৮
শুক্রবার, ৫ জুন ২০২০



---দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৮১১ জনে।
নতুন করে আরও ২ হাজার ৮২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জনে।
শুক্রবার (৫ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৬৪৫টি। এ সময়ে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮ জনের নমুনা। এতে ২ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫ জনের।
নিহতদের মধ্যে ২৩ জন পুরুষ ও সাতজন নারী। ১১ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের ১২ জন, সিলেটের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, বরিশালের একজন ও রংপুর বিভাগের একজন মারা গেছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ সাতজন, ৫১ থেকে ৬০ ১১ জন, ৬১ থেকে ৭০ ছয়জন, ৭১ থেকে ৮০ দুইজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৬৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৬ হাজার ৯৪৬ জন। শনাক্তের হার ২০ দশমিক শুন‌্য ৭ শতাংশ, সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৩৪ শতাংশ।

বঙ্গ-নিউজ/খোকন

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৭   ৬০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ