রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ মৃতদেহ উদ্ধার

Home Page » প্রথমপাতা » রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ মৃতদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে হাসপাতালের করোনা ইউনিটে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে জানান, হাসপাতালের মূল ভবনের বাইরে অস্থায়ীভাবে এই করোনা ইউনিট তৈরি করা হয়েছিল। করোনা উপসর্গ থাকা ব্যক্তিদের সেখানে আইসোলেশনে রাখা হয়েছিল।

তারা জানান, খবর পেয়ে ফায়ার কর্মীরা পৌঁছে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। পরে ঘটনাস্থল থেকে এক নারী ও চার পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আহত কাউকে পাওয়া যায়নি। তদন্তের পর ঘটনাটির ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সমকালকে বলেন, আমরা ৯টা ৫৫ মিনিটে খবর পাই এবং ১০টা ৪ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, হাসপাতালের বর্ধিত অংশের আইসোলেশন ইউনিটে আগুন লাগে। হাসপাতালের মূল ভবনে কোন সমস্যা নেই। অগুনের কারণ জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০:০৬:২৯   ৫১৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ