করোনা থেকে বাঁচতে ধনীরা বিলাসবহুল দ্বীপে-মোঃ রফিকুল ইসলাম

Home Page » এক্সক্লুসিভ » করোনা থেকে বাঁচতে ধনীরা বিলাসবহুল দ্বীপে-মোঃ রফিকুল ইসলাম
রবিবার, ২৪ মে ২০২০



প্রতীকি ছবি      বঙ্গ-নিউজ:  করোনার প্রকোপে দেশে দেশে চলছে লকডাউন। এই একটানা লকডাউনে বিপর্যস্থ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারগুলো, ঠিক মুদ্রার অপর পৃষ্ঠেই রয়েছে ধনীদের বিলাসী জীবন। ছুটির আমেজ নিয়ে করোনা থেকে বাঁচতে ধনীরা ভাড়া নিচ্ছেন দ্বীপ, পুরো পাঁচ তারকা হোটেল, পুরাতন দূর্গ, বাংকার কিংবা ইয়ট। তৃতীয় বিশ্বের দেশগুলো যেখানে খাবারের জন্য হাহাকার করছে, সেখানে ধনীরা মত্ত ভোগবিলাসে।

লকডাউনে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে বাংকারে বসবাস। বাংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুলো জানায়, আগে যেগানে বাংকার ভাড়া দেয়ার জন্য ক্লায়ন্টদের পিছে ঘুরতে হতো, সেখানে বর্তমানে ক্লায়েন্টদের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। এই বাংকার গুলোতে রয়েছে ইনডোর পুল, জিম, বাগান, সুটিং রেঞ্জ এমনকি রক ক্লাইমবিং ওয়ালের সুবিধা সহ অত্যাধুনিক জীবনযাপনের সকল সুবিধা।
পরিবার নিয়ে নির্জনে করোনা থেকে বাঁচতে অনেক ধনী দ্বীপে থাকার ইচ্ছা পোষণ করেছেন। কেউ দ্বীপ লিজ নিচ্ছেন আবার কেউ কিনে নিচ্ছেন পুরো দ্বীপটিকে। ইউরোপে সবচেয়ে বেশি আবেদন পড়েছে দ্বীপ লিজ নেয়ার জন্য। এদিকে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপগুলো ভাড়া নিয়ে কোয়ারেন্টাইন সময় কাটাচ্ছেন বিত্তবানরা। আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে তারা দ্বীপ গুলোতে আয়েশি জীবন যাপন করছেন।
অনেক ধনী কোয়ারেন্টাইনে থাকতে সমুদ্রকে বেছে নিয়েছেন। তারা ব্যক্তিগত বা ভাড়া নেয়া ইয়টে পরিবার নিয়ে বাস করছেন। সেখানে তারা মাছ ধরে সময় কাটাচ্ছেন। বাচ্চারা সেখানে পড়াশুনা করবে, পাশাপাশি শেফের সাথে রান্নার পাঠও গ্রহন করবে এবং ইয়টের প্রযুক্তিগত দিক সম্পর্কে জানতে ইঞ্জিন রুমেও সময় ব্যয় করবে।
এদিকে উন্নত দেশ গুলোতে বাড়ছে বিমান ভাড়া নিয়ে থাকার প্রবনতা। এমনকি অনেকে ব্যক্তিগত বিমান কিনেও থাকছেন কোয়ারেন্টাইনে।
অন্যদিকে ইউরোপের পুরানো দূর্গগুলো ভাড়া নিয়ে থাকছেন অনেক ধনী। আবার অনিদিষ্ট কালের জন্য ইউরোপ, আমেরিকার হোটেল গুলোতে কোয়ারেন্টাইন সময় কাটাচ্ছেন আনেক বিত্তবানরা। কেউ কেউ ভাড়া নিচ্ছেন পুরো পাঁচ তারকা হোটেল।

বাংলাদেশ সময়: ২০:০০:২৯   ৭৫৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ