হত্যা বন্ধ না করলে বিরোধীদলীয় নেতাদেরও বিচার হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » প্রথমপাতা » হত্যা বন্ধ না করলে বিরোধীদলীয় নেতাদেরও বিচার হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৩



bangladesh-prime-minister-sheikh-hasina.jpgবঙ্গ-নিউজ ডটকম : পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন_
যুদ্ধাপরাধীদের বাঁচাতে হত্যার রাজনীতি বন্ধ না করলে জন্য বিরোধী দলীয় নেতারও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। কিন্তু বাঁচাতে পারবেনা। হরতাল দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবো।”

প্রধানমন্ত্রী বলেন, “পিরোজপুরে অনেক কুলাঙ্গার ছিলো, তাদের বিচার আমরা শুরু করেছি। জাতির পিতার হত্যাকারীদের বিরোধীদলীয় নেতা রক্ষা করতে পারেননি। যুদ্ধাপরাধীদেরও তিনি রক্ষা করতে পারবেন না।”

তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মানুষ খুন করা বন্ধ করুন, তা না হলে আপনাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে।”

তিনি জামায়াতের কথা উল্লেখ করে বলেন, “জামায়াত ধর্মের নামে ধোকাবাজিতে বিশ্বাস করে। তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন দিতেও দ্বিধা করেনি।”

তিনি বলেন, “তার সরকার ২৬ হাজার ২শ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। আর শিক্ষক নিয়োগ দিয়েছ ১ লাখ ৪ হাজার। এছাড়াও বিনা পয়সায় বই দিয়ে পড়াশুনা নিশ্চিত করেছেন। আর ৫ কোটি মানুষকে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছেন।”

পিরোজপুরবাসীর দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে মাস্টার্স কোর্স চালু ও মহিলা কলেজে অনার্স কোর্স চালুর প্রতিশ্রুতি দেন।

এছাড়াও তিনি পিরোজপুরের কচা নদীতে ব্রিজ নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন।

চব্বিশ মিনিটের বক্তৃতা শেষে তিনি হেলিকপ্টারে করে আবার ঢাকায় ফিরে যান।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পটুয়াখালীর শিয়ালী গ্রামের কৃষি বিমান অবতরণ ক্ষেত্রে পৌঁছে সেখান থেকে গাড়িতে ১২ কিলোমিটার দূরে দুমকী উপজেলার লেবুখালীতে যান। সেখানে দুপুর ১২টা ৪০ মিনিটে পায়রা নদীর ওপর নির্মিতব্য দেশের ৪র্থ বৃহত্তর পায়রা সেতুর (লেবুখালী সেতু) ভিত্তি প্রস্তর স্থাপন করেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী দুপুর ১টা ৪০ মিনিটে পিরোজপুরের উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৫   ৫৮৫ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ